× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

তবুও আশাবাদী রিয়াল কোচ

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার

পুঁচকে দল জিরোনার কাছে হার নিয়ে এফসি বার্সেলোনার সঙ্গে ফারাকটা বেড়ে দাঁড়িয়েছে ৯ পয়েন্টে। তবুও লা লিগা শিরোপার আশা ছাড়েননি রিয়াল মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারি। কোপা দেল রে সেমিফাইনাল ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স  লীগ প্রি-কোয়ার্টার ফাইনাল প্রথম লেগ শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর স্প্যানিশ লা লিগায় নিজ মাঠে জিরোনার কাছে ২-১ গোলে হার শেষে রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন কোচ বলেন, ‘সব সময় লীগকে এগিয়ে রাখবো। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে এবং এগিয়ে যেতে হবে। তিন প্রতিযোগিতার সবগুলো এখনো আমাদের জন্য উন্মুক্ত।’ নিষেধাজ্ঞার কারণে জিরোনার বিপক্ষে খেলতে পারেননি ব্যালন ডি’অর জয়ী ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচ। এতে রিয়ালের মাঝমাঠে ছিল শূন্যতা। ডগলাস লুইস খুব সহজেই কাসেমিরোকে পেছনে ফেলে জিরোনার জয়সূচক গোল বানিয়ে দেন।
রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড় মদরিচের অনুপস্থিতি দলে প্রভাব রেখেছে কিনা প্রশ্নে সোলারি বলেন, ‘যে থাকে না (দলে) তাকে নিয়ে চিন্তা করা অযথা একটা ব্যাপার। আমাদের যা আছে, সেটা নিয়েই খেলতে হবে। এই দল সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া। ফুটবল হচ্ছে দলগত খেলা। জিরোনা খুব ভালো খেলেছে, তারা শক্তিশালী দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়িয়েছে।’ রোববার ম্যাচের ২৫তম মিনিটে কাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়ালই। তবে দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে (৬৫ ও ৭৫) দুই গোল হজম করে মাদ্রিদিস্তারা।

হ্যান্ডবলের দায়ে পেনাল্টি দেন অধিনায়ক সার্জিও রামোস। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন রিয়ালের এ স্প্যানিয়ার্ড ডিফেন্ডার। চলতি লা লিগায় ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে বার্সেলোনা। সবার উপরে বার্সা। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর