× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বার্সা তারকার বাসায় লুট

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার

ধারে খেলার চুক্তিতে জানুয়ারির দলবদলে বার্সেলোনায় যোগ দেন কেভিন প্রিন্স বোয়াটেং। আর বার্সার জার্সিতে লা লিগায় অভিষেকের রাতে ভয়ঙ্কর ঘটনার শিকার হন ঘানার এই অভিজ্ঞ ফরোয়ার্ড। শনিবার ন্যু ক্যাম্পে রিয়াল ভায়েদোলিদের বিপক্ষে বোয়াটেং যখন মাঠে নামেন তার বাসায় হানা দেয় চোরের দল। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ৩ থেকে ৪ লাখ ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৮১ লাখ টাকা) জিনিসপত্র লুট হয়েছে। জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। ভায়েদোলিদের বিপক্ষে বোয়াটেংকে একাদশে নামালেও ম্যাচের ৬০ মিনিটে তুলে নেন কোচ আরনেস্তো ভালভার্দে। আর লিওনেল মেসির পেনাল্টি গোলে ১-০ গোলে জয় কুড়ায় বার্সেলোনা। ম্যাচ শেষে বোয়াটেং বাসায় ফিরে দেখেন, সব তছনছ করে রাখা।
বাসা খালি পেয়ে দামি স্বর্ণালংকার, ঘড়ি ও নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। এই মৌসুমে বার্সেলোনা খেলোয়াড়ের বাড়িতে চুরির ঘটনা এটাই প্রথম নয়। সতীর্থ জর্ডি আলবার কাছ থেকে সান্ত্বনা নিতে পারেন ৩১ বছর বয়সী বোয়াটেং। গত বছরের নভেম্বরে ইন্টার মিলানের মাঠে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচ খেলার সময় আলবার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। সে সময় পরিবারের সদস্যরা ঘরেই ছিলেন। এ মৌসুমের শেষ পর্যন্ত খেলতে ইতালিয়ান ক্লাব সাসুলো থেকে বার্সায় নাম লেখান বোয়াটেং। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন। তবে একাদশে সুযোগ পেয়েও ঝলক দেখাতে পারেননি সাবেক টটেনহ্যাম, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, শালকা, ফ্রাঙ্কফুর্ট তারকা। গত মাসে সেভিয়ার মাঠে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে বোয়াটেংয়ের অভিষেক হয়। সে ম্যাচেও ৬৩ মিনিটে বোয়াটেংয়ের বদলি হিসেবে নামেন লুইস সুয়ারেজ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর