× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘করপোরেট ক্লাবের সঙ্গে পেরে উঠছে না মোহামেডান’

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান দিন দিন হারাচ্ছে জৌলুস। ফুটবল, ক্রিকেট, হকিসহ প্রায় সব খেলাতেই ক্লাবটি এখন কোণঠাসা। অভিযোগ রয়েছে, পরিচালক ও কর্মকর্তাদের অবহেলার কারণেই ক্লাবটির দেয়ালে পিঠ ঠেকার অবস্থা। তবে মোহামেডান ক্রিকেট কমিটির সদস্য সচিব ও সিসিডিএম-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মাসুদুজ্জামান জানালেন অন্য একটি কারণও। তার দাবি, বেশ কিছু করপোরেট ক্লাব এখন খেলাধুলাতে চলে আসায় তাদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠাই নাকি কঠিন। তিনি বলেন, ‘মোহামেডান আসলে গণমানুষের দল। এই ক্লাবটি আসলে চলে বিভিন্ন পরিচালকদের ডোনেশনে। কিন্তু সব সময় এত টাকা খরচ করে দল করা কঠিন হয়ে যায়।
শুধু তাই নয়, এখন অনেকগুলো করপোরেট ক্লাবও চলে এসেছে। প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল ধানমন্ডির মতো অনেক ক্লাবই করপোরেট। তাদের টাকার অভাব নেই। তাদের সঙ্গে পেরেই ওঠাই এখন আমাদের ভীষণ কঠিন।’  
যদিও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লি. আছে বহাল-তবিয়তেই। গেল আসরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে চ্যাম্পিয়ান আবাহনী। এই ক্লাবটিও চলে বিভিন্ন ডোনেশনে। তবে প্রতিবারই ফুটবল হোক আর ক্রিকেট দল গঠন করে সেরা খেলোয়াড়দের নিয়েই। কিন্তু মোহামেডান গেল কয়েক বছর ধরেই আছে পিছিয়ে। তবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে ২০১৯ মৌসুমের ভালো দল গঠন করে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহামেডানও। গতকাল ড্রাফ থেকে তারা দলে ভিড়িয়েছে তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। এছাড়া আছে জাতীয় দলের পেসার শফিউল ইসলামও। আবাহনীর মতো তারকানির্ভর দল না হলেও মাঠে ফাইট করার দারুণ সক্ষমতা রেখেই এবার মোহামেডান দলে ভিড়িছে বেশ কয়েকজন অভিজ্ঞ ও তরুণ ব্যাটসম্যান ও বোলারকে। ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ক্রিকেট সেক্রেটারি বলেন, ‘আমি জানি মানুষ দারুণ হতাশ মোহামেডান নিয়ে। তবে এবার আমরা চেষ্টা করেছি ক্রিকেটে সেরা দল গঠন করার। তার জন্য দলে ভিড়িয়েছি আশরাফুল, লিটন ও শফিউলের মতো ক্রিকেটার। এছাড়া আছেন অনেক তরুণ প্রতিভা ও অভিজ্ঞও। ভালো বিদেশি ক্রিকেটারও আনবো। আশা করি এই আসরে মোহামেডান ঘুড়ে দাঁড়াবে। দ্রুতই মোহামেডানের সমর্থকদের হতাশা দূর হবে অনেকটাই।’ অন্যদিবে ক্লাব চালাতে ও মোহামেডানের ঐতিহ্য ফেরাতে সবার সহযোগিতা প্রয়োজন বলেই মনে করেন বর্তমান ক্রিকেট সেক্রেটারি মাসুদ উজ্জামন। তিনি বলেন, ‘এই ধরনের ক্লাব কারো একার পক্ষে চালানো সম্ভব নয়। সবার সহযোগিতা প্রয়োজন। আর সরকারিভাবে সুনজর পেলে আরো দ্রুত ঘুড়ে দাঁড়ানো সম্ভব।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর