× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বিএনপি অফিসের সোবহান আর নেই

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার

 বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সাবেক অফিস সুপার এমএ সোবহান আর নেই। রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ আব্দুল গাফফার মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই এমএ সোবহান অফিসের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন তিনি। চাকরির মেয়াদ দুই বছর বাকি থাকা অবস্থায় ইস্তফা দিয়ে  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে বিএনপি অফিসে যোগ দেন এমএ সোবহান। উল্লেখ্য, গত পাঁচ-ছয় মাস আগে বার্ধক্যজনিত কারণে এমএ সোবহান বিএনপি অফিসের চাকরি ছেড়ে দেন।
মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তার চার ছেলে এবং স্ত্রী রয়েছে। এমএ সোবহানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলহাজ এমএ সোবহান মিয়ার মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর ন্যায় আমিও গভীরভাবে ব্যথিত হয়েছি। মরহুম সোবহান মিয়া বিএনপির জন্মলগ্ন থেকে অফিস স্টাফ হিসেবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি কার্যালয়ের স্টাফ হিসেবে সব প্রতিকূলতার মুখে নিরলসভাবে কাজ করে গেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর