× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / ‘তাদের ভালোবাসার কাছে আমি বার বার পরাজিত’

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার

জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শহীদ। ‘এক জীবন’ গানটি দিয়ে বাংলাভাষাভাষী শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এ গানের পর তার কণ্ঠে আরও অনেক গানই পেয়েছে প্রশংসা। একক ক্যারিয়ারের বাইরে দূরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও দলনেতা শহীদ নিয়মিত ব্যান্ড নিয়ে কাজ করে যাচ্ছেন। নিয়মিত শো করার পাশাপাশি ব্যান্ডের নতুন গান নিয়েও চলছে তার কাজ। অবশ্য গানকে মূল পেশা হিসেবে নেননি এ শিল্পী। ব্যবসার পাশাপাশি গান করছেন। তবে অল্প গান করলেও মানের সঙ্গে কখনও আপোস করেননি শহীদ।
বেছে বেছে ভালো গানগুলোতেই কন্ঠ দিচ্ছেন। সব মিলিয়ে কেমন আছেন? শহীদ বলেন, আল্লাহ্র রহমতে ও সবার দোয়ায় খুব ভালো আছি। তবে ব্যস্ততার মধ্যে দিয়েই দিন পার করছি। আমার ব্যবসা ও গান নিয়ে নিয়মিত ব্যস্ত থাকতে হচ্ছে। ভালোবাসা দিবসে আপনার বেশ কিছু গান প্রকাশ হয়েছে। সাড়া কেমন পাচ্ছেন? উত্তরে শহীদ বলেন, যে গানগুলো করেছি তার মাধ্যমে ভালো সাড়া পেয়েছি। যদিও খুব বেশিদিন হয়নি গানগুলো প্রকাশ হয়েছে। এবার ভালোবাসা দিবসে মোট ৮ টি নতুন গান করেছি। এর মধ্যে প্রায় সব গান থেকেই কম বেশি সাড়া পাচ্ছি। বিশেষ করে কলকাতার শুভমিতা দিদির সঙ্গে গাওয়া ‘পত্রমিতা’ গানটির প্রশংসা অনেক পাচ্ছি। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। আর সংগীতায়োজনে ছিলেন আমজাদ হোসেন। সিডি চয়েজ থেকে প্রকাশ হওয়া এ গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন অন্তু করিম ও আফ্রি। আর নির্মাণ করেছেন তানজীম মিশু। নাটকের কয়েকটি গানও করেছি। সেগুলোর সাড়াও ভালো। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? শহীদ বলেন, দেখুন গান আমার ভালোবাসা, পেশা নয়। আমি প্রতিযোগিতা করে গান করি না। ভালোবাসা থেকে করি। সেদিক থেকে অল্প গান করছি। এরইমধ্যে নতুন কয়েকটি গানে কন্ঠ দিয়েছি। সামনে আরও কয়েকটি গানে কন্ঠ দেয়ার কথা রয়েছে। কিন্তু অনেকেই বলেন আপনার আরও নিয়মিত গান করা উচিত। সে বিষয়ে কি বলবেন? শহীদ আতœবিশ্বাসের সুরে বলেন, আমিও জানি বিষয়টি। তবে আমি পেশাগতভাবে গান বাজনা কখনও করি না। শখের বসে করি। গানের প্রতি অন্যরকম ভালোবাসা থেকে করি। তবে গানের প্রতি আমার ডেডিকেশনটা ছিলো, আছে এবং থাকবে। তাই গান যখন করি তখন শ্রোতারা পছন্দ করে ফেলেন। এ কারণে শ্রোতাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কাছে আমি বার বার পরাজিত। সত্যি বলতে আমি অত বড় কোনো শিল্পী নই। আমি যা পেয়েছি  সেটা পাওয়ারও হয়তো যোগ্য নই। আপনার ব্যান্ড দূরবিনের কি খবর? শহীদ উত্তরে বলেন, দূরবীন চলছে আপন গতিতেই। আমরা শো করছি।  শীতের ভেতর বেশ কিছু শো করেছি। অনেক ভালো সাড়া পেয়েছি। আর দূরবীনের নতুন গানের কাজও চলছে। খুব শিগগিরই শ্রোতারা আমাদের নতুন গান পাবেন। এখন গানের অবস্থা কেমন মনে হচ্ছে? শহীদ বলেন, এখন গানের অবস্থা একটু অন্যরকম। গানে এখন টিমওয়ার্ক নেই। একসঙ্গে বসে গান করার রীতিটাও  নেই। এর ফলে কিন্তু গান সে মানের হচ্ছে না। টিমওয়ার্কের প্রতি জোর দিতে হবে। তবে ভালো গানও কিন্তু হচ্ছে। আর একটি বিষয় ভিউ-এর প্রতিযোগিতা চলছে। কিন্তু এটা বেশিদিন থাকবে না। আর ভিউ দিয়ে জনপ্রিয়তা মাপা যায় না। অনেক মানহীন গানের ভিউ বেশি হতে পারে। আবার ভালো গানের ভিউ কম হতে পারে। সর্বোপরি বলবো, একটি ভালো অডিও হতে হবে, তারপর সেটার প্রচারের জন্য ভিডিও হতে হবে। অডিও ভালো না হলে শত ভালো ভিডিও করেও লাভ  নেই। তাই বলবো কথা, সুর, সংগীত ও গায়কিতে আগে জোর দিতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর