× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নয়া টি-টোয়েন্টি লীগ লিস্ট ‘এ’ মর্যাদা পাচ্ছে

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) এবার থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটেও। ওয়ানডে ফরম্যাট লিস্ট ‘এ’ মর্যাদা পেয়েছে অনেক আগেই। তাই প্রশ্ন ছিল টি-টোয়েন্টি স্বীকৃতি নিয়ে! শেষ পর্যন্ত গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে নিশ্চিত করা হয় লিস্ট ‘এ’ মর্যাদা পাচ্ছে ডিপিএলের টি-টোয়েন্টি লীগও। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে বলা হয়েছে, ‘বিসিবি চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ টি-টোয়েন্টিকে লিস্ট ‘এ’ মর্যাদা দিচ্ছে।’ সিসিডিএমের ঘোষণা অনুনারে ২৫শে ফেব্রুয়ারি মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি লীগ। এখানে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে ১২টি দল মাঠে লড়াইয়ে নামবে। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) অনেক দেশি ক্রিকেটারই সুযোগ পান না খেলার। আবার দল পেলেও চার বিদেশি খেলার কারণে সেখানে একাদশে সুযোগ মেলে না।
তাই দেশি ক্রিকেটারদের টি-টোয়েন্টি খেলার সক্ষমতা বাড়াতে বিসিবি নতুন এই উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে সোমবার ডিপিএল ড্রাফট শেষে টি-টোয়েন্টি লীগ নিয়ে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ‘এবার  আমরা ওয়ানডে আগেই ছোট আকারে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট করছি। এই  হবে ১২টি দল নিয়ে। চার গ্রুপে ভাগ করে নেব দল গুলোকে। তাহলে মোট ম্যাচ হবে ১৫টি। একেকটা গ্রুপে তিনটা দল থাকবে। প্রত্যেকটা দল মিনিমাম দুটি করে ম্যাচ খেলতে পারবে। লীগ ম্যাচগুলো হবে ২৫ থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত। সেমিফাইনাল হবে ১লা মার্চ। গ্রুপ স্টেইজে তিনটা আছে, সেখান থেকে একটা করে দল কোয়ালিফাই করবে সেমিফাইনালে। সেখান থেকে ফাইনাল হবে ৩ তারিখে। ফাইনালটা আমরা আন্ডার লাইটস করবো। যেহেতু আমরা তিন তারিখ শেষ করছি, সেটার পর আমরা কয়েকদিন গ্যাপ দিয়ে মার্চের ৮ তারিখ শুক্রবার ডিপিএল শুরু করবো।’
এ ছাড়াও এবার ঢাকা প্রিমিয়ার লীগের ড্রাফটে সুযোগ পাননি অনেক পরিচিত মুখ। এর মধ্যে অবুল হোসেন রাজু, সাকলাইন সজীব, সানজামুল ইসলাম ও তুষার ইমরানের নামও আছে। যদিও এরা সুযোগ পাননি পারফরম্যান্স ও ইনজুরি বিবেচনায় বলেই জানা গেছে। তবে এখনো সব ক্লাব ২০ জন করে ক্রিকেটার কোটা পূরণ করেনি। তাই একেবারেই সুযোগ নেই তাদের তা বলা। এখানেই মুশকিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর