× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রস্তুতি ম্যাচের জন্য নিউজিল্যান্ড দল

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার

হ্যামিল্টনে  ২৮শে ফেব্রুয়ারি মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ১১ বছর পর ৩ টেস্টের সিরিজের চ্যালেঞ্জে মাঠে নামবে টাইগাররা। তাও নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে। আগেই নিশ্চিত ছিল টেস্ট সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরই মধ্যে নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচের জন্য দলও ঘোষণা করেছে। জাতীয় দলের এক সময়কার নিয়মিত মুখ ডানহাতি পেসার অ্যাডাম মিলনে খেলবেন এ প্রস্তুতি ম্যাচটিতে। তার সঙ্গে পেস আক্রমণে থাকবেন দুই অনভিজ্ঞ পেসার এডওয়ার্ড নটাল এবং বেন সিয়ার্স। দলের অধিনায়কত্ব করবেন ভারত পপলি।
তারুণ্য নির্ভর দল ঘোষণা করেন কিউইদের নির্বাচক গ্যাবিন লারসেন। এই দল নিয়ে তিনি  বলেন, ‘গত বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল থেকে বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে আমরা একটি শক্তিশালী দল সাজিয়েছি। তারা বাংলাদেশকে তিন ম্যাচ টেস্ট সিরিজের আগে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করবে।’ ওয়ানডে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে। শেষ ম্যাচ হারলেই হোয়াইটওয়াশ। এর পরই দেশে ফিরে আসবে ওয়ানডে দলের সদস্যরা। শুরু হবে টেস্ট লড়াই। তবে শুরুতেই অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ।  ২৩শে ফেব্রুয়ারি (শনিবার) একটি ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ।
প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড দল
ভারত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, ম্যাক্স চু (উইকেট কিপার), ব্লেক কোবার্ন, অ্যান্ডরু ফ্ল্যাচার, নিক কেলি, বেন লকরোজ, কেন ম্যাকক্লার, অ্যাডাম মিলনে, এডওয়ার্ড নটাল, ডেল ফিলিপস এবং বেন সিযার্স।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর