× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মেট্রোরেলের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কারণে রাজধানীতে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস পাচ্ছেন না ভিআইপিরাও। এই সময়ে বঙ্গভবন, গণভবন, সংসদসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই তথ্য জানিয়েছে। গতকাল সন্ধ্যা সাতটার দিকে ধানমণ্ডির শংকর এলাকার বাসিন্দা গৃহিণী কবিতা বলেন, সন্ধ্যা ৬টা বাজার ১০ মিনিট আগেই গ্যাস চলে গেছে। ভিআইপি এলাকার বাইরে ঢাকা সিটি করপোরেশন এলাকার মধ্যে মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিনরোড, পুরান ঢাকার সব এলাকা, মিন্টো রোড, বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন এলাকা সংলগ্ন নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, কমলাপুর, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারণ হিসেবে সংস্থাটি বলেছে, মেট্রোরেল প্রকল্পের জন্য শাহবাগ মোড় এলাকায় তিতাস গ্যাস কোম্পানি পুরনো পাইপের সঙ্গে নতুন পাইপলাইন সংযোগের কাজ করছে। যে পাইপলাইনটি মেইন লাইন হিসেবে পুরো ঢাকায় বিস্তৃত আছে।
তাই পুরনো লাইনের সঙ্গে নতুন লাইনের সংযোগের কাজে গ্যাস সরবরাহ বন্ধ রাখার প্রয়োজন হয়ে পড়ায় তিতাস গ্যাস কোম্পানি সাময়িক এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্র জানায়, এ ছাড়াও তিতাস গ্যাস বাল্ব সংস্কার ও পুনঃস্থাপনের কাজও এই সময়ের মধ্যে সারতে হবে। এর আগে শুক্রবার রাত থেকে শনিবার প্রায় সারা দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আবার একই সমস্যায় পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। ওইদিন রাজধানীর আজিমপুর, ধানমণ্ডি, মোহাম্মদপুর, মিরপুরসহ  ঢাকার প্রায় অর্ধেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সচিব মো. মুনির হোসেন খান মানবজমিনকে বলেন, মেট্রোরেল প্রকল্পের কাজের আওতায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যা মিডিয়ার মাধ্যমে জানানো হয়েছে। ভবিষ্যতে যদি মেট্রোরেল প্রকল্পের কাজের সুবিধার জন্য গ্যাস বন্ধ রাখতে বলা হয় তাহলে তিতাস কর্তৃপক্ষ আদেশ পালন করবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর