× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আতিকুলকে পোশাক খাতের ৩ সংগঠনের সমর্থন

দেশ বিদেশ

অর্থনৈতিক রিপোর্টার
২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে জয়ী করতে সর্বোচ্চ সমর্থন দিয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন পোশাকখাতে সম্পৃক্ত দেশের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। গতকাল মহাখালীর রাওয়া কনভেনশন হলে এই সংগঠন তিনটি আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা হাত তুলে তাদের সমর্থন জানান। ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই মতবিনিময় সভার আয়োজন হলেও মূল বিষয়বস্তু  ছিল ব্যবসায়ীদের প্রতিনিধি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলামকে জয়যুক্ত করা।
এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, কেবল রানা প্লাজা দুর্ঘটনায় নয়, তাজরীনসহ সব দুর্যোগে আমাদের পাশে ছিলেন আতিকুল ইসলাম। আমাদের মধ্যে সালাম মুর্শেদী ও আতিকুল ইসলাম সব সময় সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছেন। তাদের সাংগঠনিক ক্ষমতা সম্পর্কে সবাই জানেন। নিশ্চিত জয় মনে করে বাসায় বসে থাকবেন না, সবাই কেন্দ্রে আসবেন। তিনি বলেন, আমি আশা করি, তিনি (আতিকুল) ঢাকার নগরপিতা হবেন না, উনি হবেন সেবক- যেভাবে সেবা করে গেছেন আনিসুল হক।
সেবক হয়ে তিনি যেভাবে আমাদের গৌরবান্বিত করেছিলেন, সেভাবে আতিকুলও আমাদের গৌরবান্বিত করবে বলে প্রত্যাশা। আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করে ঢাকাকে আরো এক ধাপ উপরে নিয়ে যাবেন তিনি।
বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আতিকুল ইসলাম স্বচ্ছ ইমেজের মানুষ। সবাই জানেন, আতিকুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী। কিভাবে মানুষের পাশে হাঁটতে হবে তা তার শেখা হয়ে গেছে। নির্বাচন কিভাবে করতে হয়, সেটা আতিকুল ইসলাম জানেন। সব সময় সহযোগিতা করতে আমরা তার পাশে আছি। মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, নগর অ্যাপ তৈরি হতে যাচ্ছে। আপনারা যেখানে দেখবেন রাস্তায় পানি, দুর্গন্ধ- ছবি তুলে ওই অ্যাপে আপলোড করে দেবেন, সিটি করপোরেশনের কর্মকর্তারা ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান করে দেবে। করপোরেশনের কর্মকর্তাদেরও জবাবদিহিতা থাকতে হবে। আনিসুল হক বিভিন্ন সেবাকে আধুনিক করতে চেয়েছিলেন। সেই অসমাপ্ত কাজ- জন্ম নিবন্ধন, ডেথ সার্টিফিকেট, কর ব্যবস্থাসহ সব নাগরিক সেবায় আটোমেশন করা হবে। তিনি বলেন, ঢাকাবাসী এখন আর ভাত-ডাল চায় না। তারা চায় সুন্দর একটি খেলার মাঠ, একটি সুন্দর ফুটপাত। ঢাকাবাসী চায় যানজটমুক্ত সড়ক। দখলদারদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, নদী দখলের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে, সেটা সবাই দেখেছে। যারা অন্যের জায়গা দখল করে রেখেছেন- সব অট্টালিকা কিন্তু ভাঙা শুরু হয়েছে। এফবিসিসিআই’র আগামী সভাপতি পদ প্রত্যাশী শেখ ফজলে ফাহিম ব্যবসায়ী নেতাদের কাছে আতিকুল ইসলামের পক্ষে ভোট চান। উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা সবাই কি আতিক ভাইয়ের পক্ষে আছেন? সবাই হাত তুলে আতিকুল ইসলামের পক্ষে সায় দেন। আতিকুল ইসলাম এ সময় উত্তর সিটিতে পর্যাপ্ত ফুটপাত ও ওভার ব্রিজ, আন্ডারপাস নির্মাণ, নিরাপদ রাস্তা পারাপার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। বলেন, নির্বাচিত হলে তার লক্ষ্য হবে সাইকেল ও মোটরসাইকেলের জন্য আলাদা লেন ও সাইকেল পার্কিং প্লেস তৈরি এবং ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ। আধুনিক ডিজিটালাইজড বাসস্টপ এবং নগরচলাচল বান্ধব বাস ও ট্রাক টার্মিনাল স্থাপন, এলাকাভিত্তিক বহুতল আন্ডারগ্রাউন্ড পার্কিং কমপ্লেক্স নির্মাণ করা হবে। অনুষ্ঠানে বিকেএমইএ’র প্রথম সহসভাপতি মনসুর আহমেদ, বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর