× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

অনলাইন

বরগুনা প্রতিনিধি
(৫ বছর আগে) ফেব্রুয়ারি ২০, ২০১৯, বুধবার, ১:৫৭ পূর্বাহ্ন

বরগুনার পাথরঘাটা উপজেলায় বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে গিয়ে টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মো. সাব্বির (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী। এ সময় মোটরসাইকেলে থাকা আরেকজন আহত হন। তবে আহতের নাম জানা যায়নি। আজ সকাল সাড়ে ৬টার দিকে পাথরঘাটার কাঠালতলী-চরদুয়ানী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 
নিহত সাব্বির পাথরঘাটার উপজেলার কাঠালতলী ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকার মো. চুন্ন মোল্লার ছেলে। তিনি এ বছর সপ্তগ্রাম মাধ্যমিক স্কুল এন্ড কলেজ  থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।


স্থানীয়রা জানায়, মো. সাব্বির সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে কাঠালতলী-চরদুয়ানী সড়কের কালেক্টর ব্রিজের দক্ষিণ পারে স্ট্যান্ডের সামনে দেখতে না পেয়ে অপরদিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাব্বির নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর এক ব্যাক্তি আহত হন। আহতকে উদ্ধার করে মঠবাড়ীয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা  মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে।


এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. হানিফ সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর