× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রশ্নফাঁস ও ফলাফল পরিবর্তন করে দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

অনলাইন

অনলাইন ডেস্ক
(৫ বছর আগে) ফেব্রুয়ারি ২০, ২০১৯, বুধবার, ৩:১৬ পূর্বাহ্ন

চলমান মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দেয়া এবং ফলাফল পরিবর্তন করে দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুল্লাহ ফাহিম (২০), মো. শামীম আহম্মেদ, সোহেল রানা (১৭) ও নবীন আলী (২২)। মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আজ মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা বাতেন বলেন, ফাহিম দীর্ঘদিন ধরে সামাজি যোগাযোগ মাধ্যমে এসএসসিসহ বিভিন্ন পরীক্ষা, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেয়ার নাম করে প্রতারণা চালিয়ে আসছিলেন। এ অভিযোগে ১০১৮ সালে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর ফাহিম ছয় মাস কারাগারেও ছিলেন বলে জানান তিনি।

বাতেন বলেন, ফাহিমসহ ওই চক্রটি প্রশ্ন দেয়ার কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ৫০০- ৩০০০ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছিল। যারা পরীক্ষায় খারাপ করেছে, তাদের ফলাফল পরিবর্তন করে দেওয়ার কথা বলে বিশ থেকে ত্রিশ হাজার টাকা নেওয়া হাচ্ছিল।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি। তারপরও  প্রশ্ন দেয়ার নামে প্রতারণা করা হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ আসছিল।
তবে ওই চক্রটি প্রতারণার মাধ্যমে কী পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি গোয়েন্দা কর্মকর্তা বাতেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর