× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পুলিশের ধাওয়া খেয়ে শীতলক্ষ্যায় ঝাঁপ ৪ দিন পর লাশ উদ্ধার

বাংলারজমিন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরের অবৈধভাবে মাটি কাটার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় ৪ জন। তিন জন সাঁতার কেটে ওপারে গিয়ে উঠলেও রিয়াদ নামে একজন নিখোঁজ হয়ে যায়। ৪ দিন পর গতকাল সকাল ৬টার সময় পুলিশের ধাওয়ায় নিখোঁজ রিয়াদের লাশ শীতলক্ষ্যায় ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার ভোর আনুমানিক ৫ টার সময় কালীগঞ্জের মূলগাঁও গ্রামে অবস্থিত প্রাণ আরএফএল সংলগ্ন শীতলক্ষ্যা নদীর খেয়া ঘাটের সন্নিকটে। গতকাল সকাল ৬টার দিকে স্থানীয়রা মূলগাঁও গ্রামে অবস্থিত প্রাণ আরএফএল সংলগ্ন শীতলক্ষ্যা নদীর খেয়া ঘাট সংলগ্ন মৃতদেহটি ভাসতে দেখে। পরে তার আত্মীয়-স্বজনদের খবর দিলে তারা এসে মৃতদেহটি রিয়াদের বলে শনাক্ত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ একটি চক্র মাটি চুরি করে বিক্রয় করে আসছিল। শনিবার ভোরে একইভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালালে কয়েকজন পালিয়ে যায়। সঙ্গে থাকা ৫ জনকে ১টি নৌকাসহ আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর