× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

শাহ আরফিন টিলার পাথরখেকোদের বিরুদ্ধে মামলা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন করে ঘনঘন শ্রমিক নিহতের ঘটনা রোধ ও টিলা রক্ষায় পুলিশ বাদী হয়ে ১৯ জন পাথর উত্তোলনকারীর নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। বেশ কয়েক বছর যাবৎ অবৈধভাবে পাথর উত্তোলন করায় ওই টিলায় ঘনঘন শ্রমিক নিহত হচ্ছেন। পাথর উত্তোলনকারীরা নানা প্রলোভন দেখিয়ে অসহায় শ্রমিকদের ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন করতে প্ররোচনা দিয়ে থাকে। যার কারণে শ্রমিকরা পাথর উত্তোলন করতে গিয়ে মারা যায় এবং হতাহতের ঘটনাও ঘটে। এসব পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলামের নির্দেশে এসআই খায়রুল বাশার গত সোমবার রাতে শাহ আরফিন টিলায় অভিযান পরিচালনা করেন। অভিযানের বিভিন্ন সূত্রে ১৯ জনকে আসামি করা হয়। মামলায় কাঠাল বাড়ি গ্রামের জিহাদ আলীর ছেলে মোহাম্মদ আলী, জালিয়ারপাড় গ্রামের শুকুর মিয়ার ছেলে বশর মিয়া, হাজী কনাই মিয়ার ছেলে আলী হোসেন ও চিকাডহর গ্রামের আইয়ুব আলীর ছেলে আলী নুরকে অন্যতম আসামি করা হয়। মামলার বিবরণীতে জানা যায়, শাহ আরফিন টিলায় সরকারি ভূমি নিজের দাবি করে অবৈধভাবে পাথর উত্তোলন করায় পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে থানায় একটি জিডি করা হয়।
জিডির প্রেক্ষিতে গত সোমবার সকাল সোয়া ১১টায় পুলিশ শাহ আরফিন টিলায় অভিযান চালায়। অভিযানে ডিজেল ইঞ্জিন, প্লাস্টিকের পাইপ সহ মোট সাড়ে ২১ হাজার টাকার মালামাল জব্ধ করা হয়। এজাহারে আরো উল্লেখ করা হয়- অভিযুক্ত আসামিরা দীর্ঘদিন যাবৎ শাহ আরফিন টিলা থেকে অবহেলা, বিপজ্জনকভাবে অবৈধ মেশিন ও যন্ত্রপাতি ব্যবহার করে মাটিতে গভীর গর্ত করে প্রায় ২ কোটি টাকার পাথর চুরি করে ও সরকারি টিলা ভূমির প্রাকৃতিক ভারসাম্যের অপূরণীয় ক্ষতি করেছে। ইতিপূর্বে, গত ১২ই ফেব্রুয়ারি শাহ আরফিন টিলায় শ্রমিক নিহত রোধ, অবৈধ ও বিপজ্জনকভাবে পাথর উত্তোলন বন্ধে সকাল-সন্ধ্যা ওসির উদ্যোগে মাইকিং করানো হয়। পাশাপাশি শাহ আরফিন (রহ.) মাজারের আশপাশে লাল নিশানা উড়িয়ে দেয়া হয়। এত কিছুর পরও পাথর উত্তোলন বন্ধ না হওয়ায়, পাথর উত্তোলন বন্ধে ও সরকারি ভূমি রক্ষার্থে থানায় এ মামলা করে পুলিশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর