× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

টুকরো খবর

বাংলারজমিন


২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

সাভারে দু’জন নারীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, সাভার থেকে: সাভারে পৃথক ঘটনায় গার্মেন্টস শ্রমিকসহ দু’জন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী ও পূর্ব জামসিং এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে ভরারী এলাকার জনৈক মর্তুজার বাড়িতে স্থানীয় গার্মেন্টস শ্রমিক হালিমা খাতুনের (২৫) ঝুলন্ত মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন। অন্যদিকে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব জামসিং এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (২৩) এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিলেটে দুই ভুয়া সাংবাদিক আটক
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: সিলেটের আম্বরখানা থেকে সাংবাদিক পরিচয়দানকারী দুই যুবককে আটক করেছে আম্বরখানা ফাঁড়ি পুলিশ। বুধবার দুপুরের দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয় বলে জানান আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাতেন।
এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে ‘মাতৃজগৎ’ নামে একটি পত্রিকার স্টিকার লাগানো থাকলেও সাংবাদিকতার প্রমাণ সংক্রান্ত কোনো কাগজ তারা দেখাতে পারেন নি বলেও জানান তিনি। আটককৃত ইমন বাদামবাগিচা এলাকার মৃত ফারুক মিয়ার পুত্র ও ইমরান আহমদ একই এলাকার আমীর আলীর পুত্র। এসআই বাতেন জানান- মোটরসাইকেলে প্রেস লাগানো দেখে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের সাংবাদিক হিসেবে দাবি করলেও সাংবাদিকতার কোনো প্রমাণ দেখাতে পারে নি। তারা মোটরসাইকেলেরও কাগজপত্র কিংবা সাংবাদিকতার প্রমাণ দেখাতে না পারায় তাদের আটক করে প্রথমে আম্বরখানা ফাঁড়িতে এবং পরে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের কর্মকর্তা।
লালমোহনে মতবিনিময় সভা
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। তিনি, বলেন, সকল কিছুর মূলে রয়েছে দুর্নীতি। দুর্নীতিকে চিরতরে রুখতে হবে। গতকাল লালমোহন উপজেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম, মানসম্মত শিক্ষা ও মাদক-দুর্নীতি বিরোধী কার্যক্রমের বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর ইসলাম প্রমুখ।
হোসেনপুরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুর উপজেলার ডা. সামছুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. কফিল উদ্দিন খান। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন। মশাল প্রজ্বালন করেন কম্পিউটার ইঞ্জিনিয়ার মো. নাঈমুল ইসলাম খান। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুর রহিম, হোসেনপুর থানার ওসি মো. আবুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, বিশিষ্ট শিল্পপতি মো. আবদুল গফুর মিয়া, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক্সিকিউটিভ অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. শাহ আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুব আলম মাবুল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক তাহ্‌মিনা নার্গিস।
সরাইলে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাতৃভাষা বিষয়ে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। গতকাল দুপুরে পরিষদ মিলনায়তনে সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালের সভাপতিত্বে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক ও মূল্যায়নের দায়িত্ব থেকে বক্তব্য দেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন, প্রভাষক ও প্রেস ক্লাবের সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সরাইল কলেজের প্রভাষক মো. মোস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার হাসনাত জাহান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, অন্নদা সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার ও ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ প্রমুখ।
কটিয়াদীতে সরকারি কর্মচারী কল্যাণ সংঘের কমিটি
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কটিয়াদী উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সংঘের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী মো. আবদুর রহমানকে সভাপতি এবং স্বাস্থ্য সহকারী মো.শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়। নতুন সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনির। বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজীব সরকার পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন আক্তার প্রমুখ।
হরিপুরে মানববন্ধন
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হরিপুর উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচি (২য় পর্ব) মেয়াদ বৃদ্ধি ও জাতীয়করণ করার দাবিতে মানববন্ধন করেছেন ন্যাশনাল সার্ভিসের সুবিধাভোগী সদস্যগণ। গতকাল সকাল ১১টায় হরিপুর প্রেস ক্লাবের সামনে ৫ শতাধিক সুবিধাভোগী সদস্য এ কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশ নেয় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নুরুল ইসলাম ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, বেলাল হোসেন, সেতারা পারভীন, নুর মোহাম্মদ, আবু সায়েম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর