× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

২৫ শটেও গোলহীন মেসিরা

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে শেষ পাঁচ ম্যাচের ৪টিতেই ড্র করলো বার্সেলোনা। লিঁওর বিপক্ষে বল দখলে এগিয়ে থাকলেও বার্সার আক্রমণ কতটা এলোমেলো ছিল তা লক্ষ্যভ্রষ্ট শটের চিত্রই বলে দেয়। এবারের আসরে বার্সার মূল স্ট্রাইকার লুইস সুয়ারেজের গোল খরাও দীর্ঘায়িত হলো। স্বাগতিকদের গোলমুখ লক্ষ্য করে মেসি-সুয়ারেজ-দেম্বেলেদের ২৫টি শটের মধ্যে মাত্র ৫টি শট ছিল অনটার্গেটে। মেসি একাই নেন ৯টি শট। যেখানে সাকুল্যে ৫টি শট (অনটার্গেটে ২টি) নেয় লিঁওর খেলোয়াড়রা। আর চ্যাম্পিয়ন্স লীগের নটআউট পর্বে টানা ৬টি অ্যাওয়ে ম্যাচেই জয়হীন থাকলো বার্সা (২ ড্র, ৪ হার)। আর প্রতিযোগিতায় ৭ বারের সাক্ষাতে বার্সাকে হারাতে পারলো না লিঁও (৩ ড্র, ৪ ড্র)।
তবে আসরে সবশেষ ৬ ম্যাচ ড্র করে চ্যাম্পিয়ন্স লীগের এক মৌসুমে টানা সবচেয়ে বেশি ড্রয়ের রেকর্ড স্পর্শ করেছে লিঁও। এই কীর্তি আছে কেবল এইকে অ্যাথেন্স (২০০২-০৩) ও রেঞ্জার্সের (২০০৫-০৬)। গ্রুপপর্বে বার্সেলোনা (৪ জয়, ২ ড্র) ও লিঁও (১ জয়, ৫ ড্র) দু’দলই অপরাজিত থেকে নকআউট পর্বে পা রাখে। প্রতিযোগিতায় ৬ মৌসুম পর শেষ ষোলো রাউন্ডের টিকিট কাটে লিঁও। আর বার্সার সামনে টানা ১১ মৌসুমে কোয়ার্টার ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। তার আগে রয়েছে পাঁচ ম্যাচের ব্যস্ত সূচি। আগামীকাল লা লিগায় সেভিয়ার মাঠে নামবে বার্সেলোনা। এরপর সান্টিয়াগো বার্নাব্যুতে ২টি ‘এল ক্লাসিকো’ মহারণ দেখবে ফুটবলপ্রেমীরা। ২৭শে ফেব্রুয়ারি কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগ। ন্যু ক্যাম্পে ১-১ গোলে ড্র হয় প্রথম লেগ। ২রা মার্চ লীগ ম্যাচে ফের বার্সাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। ৬ই মার্চ জিরোনার বিপক্ষে কাতালুনিয়া সুপার কাপ ফাইনালের পর লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে লিঁও ম্যাচের প্রস্তুতি সারবে বার্সেলোনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর