× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সাব্বিরের উদ্‌যাপনে খুশি নয় অধিনায়ক

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

২০১৪ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক হয় সাব্বির রহমান রুম্মানের। সেই বছর জায়গা করে নেন ওয়ানডে দলেও। কিন্তু এই মারকুটে ব্যাটসম্যানের ব্যাটে নেই সেঞ্চুরির দেখা। তবে ৪ বছর পর তার অভিষেকের মাসেই দেখা পেলেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। এরই মধ্যে খেলেছেন ৫৭ ম্যাচে ৫১ ইনিংস। গতকাল ৬১ রানে দল হারিয়েছিল ৫ উইকেট। ৩৩১ রানের লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর বোর্ডে ২৪২ রান। বরণ করতে হয়েছে ৮৮ রানের পরাজয়।
তবে সাব্বিরের কল্যাণে মান ও মুখ রক্ষা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে। তাই সাব্বির ভাসছেন প্রশংসাতেই। কিন্তু সেই সঙ্গে শুরু হয়েছে কড়া সমালোচনাও। সেঞ্চুরির পর পরই ব্যাট উঁচিয়ে অন্য হাতে এমন ভঙ্গি করলেন যেমন বলতে চাইলেন আমি ব্যাটেই সমালোচনার জবাব দিলাম। এবার চুপ থাক। এমন উদযাপন ক্রিকেট বোদ্ধাই নয়, ভক্তদেরও বিরক্তির করেছে। আর সাব্বিরকে দলে নিয়ে নানা সমালোচনা সহ্য করা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো চটেছেন দারুণ। প্রকাশ্যেই জানিয়েছেন এমন উদযাপন মোটেও পছন্দ হয়নি তার। তিনি বলেন, ‘ওকে (সাব্বির) জিজ্ঞেস করায় ও বলেছে, আমি বলতে চেষ্টা করেছি, আমার ব্যাট অনেক দিন পর কথা বলেছে। আমি বলতে চাই ভবিষ্যতে ওকে আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। জীবনের প্রথম (আন্তর্জাতিক) সেঞ্চুরি, এ কারণে ও খুব রোমাঞ্চিত ছিল। আর ও যা কিছুর মধ্য দিয়ে এসেছে, সেটাও মনে রাখতে হবে।’
নিউজিল্যান্ড সিরিজে হঠাৎ করেই দলে জায়গা পান সাব্বির রহমান। শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তার ৬ মাসের নিষেধাজ্ঞা শেষ হতে তখনো বাকি ৩০ দিন। তাই শুরু হয় সমালোচনা কিভাবে এলেন দলে! প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়ে দেন অধিনায়ক মাশরাফির চাওয়াতে দলে এসেছেন। তাই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকেও। এই সিরিজ ছিল সাব্বিরের জন্য অনেকটাই জাতীয় দলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। একে তো ফর্মে নেই তার ওপর একের পর এক শৃঙ্খলা ভঙ্গের ঘটনা। সব মিলিয়ে দারুণ ভাবে সমালোচিত ছিলেন এই ক্রিকেটার। অবশেষে সেঞ্চুরিতে পুনঃজীবন পেলেও সেখানেও এমন কাজ করলেন যা তাকে দাঁড় করিয়েছে আরো এক বিতর্কের সামনে। তাই ভবিষ্যতের জন্য মাশরাফি একটি সতর্ক বার্তা দিয়েছেন সাব্বিরকে, আমি আশা করি, ও যা (সেঞ্চুরি) করেছে, তা এই সিরিজেই থেমে থাকবে না। সামনে আমাদের অনেক খেলা। ও এমন আরো অনেক পারফরম্যান্স করবে। তবে কাউকে দেখিয়ে দেয়া’ বা ‘জবাব দেওয়া’র উদযাপন আর একবারও না হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর