× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শুরু হলো ‘ডেকো ফুুডস লি. বউ সাজানো প্রতিযোগিতা ২০১৯’

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

জনপ্রিয় রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী এবার শুরু করেছেন বউ সাজানো নিয়ে প্রতিযোগিতা ‘ডেকো ফুডস লি. বউ সাজানো প্রতিযোগিতা ২০১৯’। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে গতকাল দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন তিনি। কেকা ফেরদৌসী বলেন, প্রথমবার ৬৪ জেলায় যেতে না পারলেও আমরা চেষ্টা করবো পরবর্তী বছর থেকে দেশের সব জেলায় যেতে। প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের পার্লার উদ্যোক্তারা। তিনি আরো জানান, বিয়ে বাড়ির আদলে এবং বিয়ে বাড়িতে যা যা আয়োজন করা হয় ঠিক তেমনিভাবে প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর ফলে কোন অঞ্চলের বিয়েতে কোন ধরনের আয়োজন করা হয় দর্শকদের সামনে সেটাও ফুটে উঠবে। এ সময় তিনি প্রতিযোগিতার অর্থমূল্য ঘোষণা করেন। তিনি বলেন, প্রথম বিজয়ীর জন্য দুই লাখ টাকা নগদ ছাড়াও থাকবে আকর্ষণীয় পুরস্কার।
দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন যথাক্রমে এক লাখ এবং পঞ্চাশ হাজার টাকা। সঙ্গে পাবেন অন্য পুরস্কার সামগ্রী। কেকা ফেরদৌসীর সঙ্গে প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তিনি বলেন, যেসব এলাকায় যাতায়াতের সঠিক ব্যবস্থা নেই অথচ সে সকল এলাকাতেও বিউটি পার্লার রয়েছে, এর ফলে নারীদের কর্মস্থানও বেড়েছে। কিন্তু উদ্যোক্তাদের মূল্যায়ন করার মতো কোনো সুযোগ এখনো তৈরি হয়নি। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা আশা করছি যৌগ্য উদ্যোক্তাকে মূল্যায়ন করতে পারবো। যৌগ্যতার মূল্যায়ন হলে পার্লার ব্যবসায়ীরা আরো উদ্যোগী হবেন এ ব্যবসায়। প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন অভিনেত্রী-মডেল নোভা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেকো ফুডস লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মো. দেলোয়ার হোসেন, আমিন জুয়েলার্সের পক্ষে উত্তম ঘোষ, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ। চ্যানেল আইতে শিগগিরই এর সমপ্রচার শুরু হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর