× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

যুক্তরাষ্ট্রে স্যান্ডোস-এর আটটি ওষুধের স্বত্ব কিনে নিলো বেক্সিমকো ফার্মা

এক্সক্লুসিভ

অর্থনৈতিক রিপোর্টার
২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

 দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিশ্বের নেতৃস্থানীয় ওষুধ কোম্পানি স্যান্ডোস ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বেক্সিমকো ফার্মা মার্কিন  যুক্তরাষ্ট্রের এফডিএ (খাদ্য ও ওষুধ প্রশাসন) অনুমোদিত আটটি নতুন ওষুধের মালিকানা লাভ করলো।  
বর্তমানে যুক্তরাষ্ট্রে বেক্সিমকো ফার্মার ছয়টি ওষুধের অনুমোদন রয়েছে। যার মধ্যে চারটি ওষুধ ইতিমধ্যেই রপ্তানি হচ্ছে। নতুন আটটি ওষুধসহ যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটি মোট চৌদ্দটি ওষুধ উৎপাদন ও বিপণনের অনুমোদন পেলো।
এ ব্যাপারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, বিশ্বে জেনেরিক উৎপাদন ও বিপণনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান স্যান্ডোসের কাছ থেকে এই আটটি ওষুধের মালিকানা অর্জন যুক্তরাষ্ট্রে আমাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে। এই অর্জন দেশের ওষুধ শিল্পের বিকাশে গুণগত পরিবর্তন আনবে। তিনি বলেন, এর ফলে ভবিষ্যতে আমাদের রপ্তানি আরো বাড়বে। ফলশ্রুতিতে বৈদেশিক মুদ্রা আয় করার মাধ্যমে বেক্সিমকো ফার্মা দেশের অর্থনীতিতে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

বেক্সিমকো ফার্মা ২০১৬ সালের আগস্টে বাংলাদেশের প্রথম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি করে। ২০১৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (ইউএস এফডিএ) অনুমোদন লাভ করে। বর্তমানে বেক্সিমকো ফার্মা ৫০টির বেশি দেশে ওষুধ রপ্তানি করে থাকে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন, ইউরোপীয় ইউনিয়নের এজিইএস, হেলথ কানাডাসহ বিশ্বের নেতৃস্থানীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সমূহের স্বীকৃতি রয়েছে বেক্সিমকো ফার্মার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর