× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / ‘এটা তারা ভুল বলছে’

বিনোদন

এন আই বুলবুল
২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার

টিভি নাটকের এ সময়ের ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। এবার ভালোবাসা দিবসে তাকে ১৮টি নাটকে দেখা গেছে বলে জানান তিনি। প্রথমবারের মতো ভালোবাসা দিবসের এত নাটকে অভিনয় করলেন তানজিন তিশা। তার ভাষ্য, সবক’টি নাটক একই সময়ে শুটিং করা হয়নি। ৭/৮টি নাটকের শুটিং আগে করা ছিল। কাকততলীয় ভাবে সেগুলোও বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে প্রকাশ হয়। এগুলোর মধ্যে বেশির ভাগ নাটকের জন্য দর্শকের কাছ থেকে সাড়া পেয়েছি। নাটকের সংখ্যা বেশি হলে চরিত্রে ভিন্নতা থাকে না বলে অনেকে মন্তব্য করেন।
আপনি নাটকে অভিনয় করার ক্ষেত্রে কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকেন- গল্প নাকি আপনার চরিত্র? তিশা বলেন, পুরো গল্পের পাশাপাশি আমার চরিত্রটি কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমি দেখি। অনেক সময় গল্প ভালো থাকে। কিন্তু  চরিত্রের গভীরতা নেই-এমন হলে সেটি করছি না। এই সময়ে আমি অনেক বেছে বেছে কাজ করছি। আমাদের এখন কাজের পরিধি বেড়েছে। নাটক শুধু টেলিভিশনের জন্য নির্মাণ হচ্ছে না। উম্মুক্ত বাজার ইউটিউবের জন্যও নাটক নির্মাণ হচ্ছে। ফলে নাটকের পাশাপাশি শিল্পীর সংখ্যাও বেড়েছে। একই সঙ্গে সবার কাজের প্রতিযোগিতা হচ্ছে। যে ভালো অভিনয় করছে দর্শক তার নাটকই দেখছে। এক্ষেত্রে আমাকে পিছিয়ে থাকলে চলবে না। আমাকে ভালো কাজের মধ্য দিয়ে দর্শকের কাছে নিজেকে আরো প্রমান করতে হবে। টেলিভিশনের বাইরে ইউটিউবের জন্য এখন যে নাটকগুলো নির্মাণ হচ্ছে সেগুলোর মান নিয়ে নানা প্রশ্ন শোনা যায়। এই বিষয়ে আপনার বক্তব্য কি?  তিশা বলেন, এখন নাটকের বাজেট থেকে শুরু করে আরো বেশ কিছু সমস্যা আমাদের আছে। এরমধ্যেও আমাদের ভালো নাটক নির্মাণ হচ্ছে। কেউ কেউ বলেন, দর্শক আমাদের নাটক দেখে না। এটা তারা ভুল বলছে। দর্শক শুধু ভারতীয় সিরিয়াল নয়, আমাদের নাটকও দেখছে। কিছু দিন আগে আমার ‘মাফলার’ শিরোনামের একটি নাটক ইউটিউবে প্রথম চার দিনে দশ লাখেরও বেশি দর্শক দেখেছে। এটি র্নিাণ করেছেন সোহেল আরমান। এই নাটকের কমেন্টবক্সে অনেক ভারতীয় দর্শকের কমেন্টস দেখা যায়। স্যাটেলাইটের যুগে কোনো কিছুকে ঢাকা দিয়ে রাখা যাবে না। স্যাটেলাইটের কল্যাণে দর্শক এখন এক সঙ্গে দেশ-বিদেশের অনেক চ্যানেল দেখতে পায়। এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। টিভি নাটকের বাইরে তিশা চলচ্চিত্রে অভিনয় করছেন বলে বেশ কয়েকবার সংবাদ প্রকাশ হয়। কোন মাধ্যমে তিশা নিজেকে দেখতে চান নিয়মিত?  এছাড়া চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে কি ভাবছেন? এ প্রশ্নের উত্তরে তিশা বলেন, এটি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। আমি টিভি নাটকেই মনোযোগী। চলচ্চিত্র নিয়ে এখন কিছু ভাবছি না। নাটকেই আমাকে বেশ ব্যস্ত থাকতে হচ্ছে। যদি মনের মতো কোনো গল্প ও চরিত্র নিয়ে আমাকে কোনো নির্মাতা চান তাহলে ভেবে দেখবো কি করা যায়। একটা সময় চলচ্চিত্রের প্রতি বেশ আগ্রহ ছিল। এখন সেটা নেই বলা যায়। নিজের শোবিজ ক্যারিয়ারের পাশাপাশি দেশ নিয়েও এই অভিনেত্রী কথা বলেন আজকের আলাপনে। জানালেন সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন তিনি। আলাপনের সবশেষে তিশার প্রেম বিয়ে নিয়ে জানতে চাইলে বলেন, ফ্যামিলি থেকে বিয়ের জন্য কোনো তাড়াহুড়ো নেই। আমি ক্যারিয়ারকে আরো ভালোভাবে সাজাতে চাই। তারপর বিয়ে নিয়ে ভাববো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর