× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়িতে মানুষের ঢল

বাংলারজমিন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে ভাষা শহীদ আবদুল জব্বারের গ্রামের বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) হাজারো মানুষের ঢল নামে। একুশের প্রথম প্রহরেই বুধবার দিবাগত রাতে উপজেলা সদর থেকে ৪ কিঃ মিঃ দূরে ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশ’ যানবাহনে চড়ে উপস্থিত হন হাজার হাজার মানুষ। রাত ১২টার পূর্বেই ভাষা শহীদের বাড়ি সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা কানায় কানায় ভরে যায়। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কাজী মাহবুব উর রহমান, গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, চরআলগী ইউপি চেয়ারম্যান মো. মাসুদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ ও এরপর একে একে গফরগাঁও প্রেস ক্লাব. সূূর্যসারথি খেলাঘর আসরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন সমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ অর্পণ করে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর