× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ায় কে হচ্ছেন নৌকার মাঝি?

বাংলারজমিন

সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) থেকে
২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

আগামী ২৪শে মার্চ পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন। তৃতীয় ধাপের এ নির্বাচনে আজ আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার সম্ভাবনা রয়েছে। এতে উদ্বেগ, উৎকণ্ঠায় রয়েছে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন, কে হচ্ছেন নৌকার মাঝি? এ আলোচনা এখন পাকুন্দিয়ার সকল মহলে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তিনজনের নাম চূড়ান্ত করতে গত ৬ই ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপজেলা পরিষদে অবস্থিত উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে বৈঠকে বসে। কিন্তু এতে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি উপজেলা আওয়ামী লীগ। ফলে সম্ভাব্য সকল চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকাই কেন্দ্রে পাঠিয়ে দেন। সম্ভাব্য প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, নারান্দী ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, পাকুন্দিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. জসীম উদ্‌দীন ও হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল।
প্রসঙ্গত, আগামী ২৪শে মার্চ পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এক লাখ ৮৭ হাজার ৩৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৮শ’ ছয়জন এবং মহিলা ভোটার ৯৪ হাজার ২শ’ ৩৩ জন। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬শে ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৮শে ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৭ই মার্চ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর