× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ঠাকুরগাঁওয়ের লালা ব্রিজ ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন

বাংলারজমিন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর ওপরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রাচীন লোহার ব্রিজ (লালা ব্রিজ) ভেঙে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন ঠাকুরগাঁওবাসী। ব্রিজটি রক্ষায় গতকাল সকালে উত্তর প্রান্তে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, ঠাকুরগাঁও শহরের সকল প্রাচীন স্থাপনাই ভেঙে ফেলা হয়েছে অন্তত মুক্তিযুদ্ধের স্মৃতিমাখা এই ব্রিজটি টিকিয়ে রাখা হোক। নতুন প্রজন্মের কাছ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতেও এই ব্রিজ টিকিয়ে রাখা প্রয়োজন। বক্তারা আরো বলেন, উন্নয়নের বিপক্ষে কেউই নয়। তবে নিজেদের ঐতিহ্য ধরে রেখেও উন্নয়ন করা যায়। এই ব্রিজটির ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে এটিকে সংস্কার করে আরো শত বছর বাঁচিয়ে রাখা সম্ভব। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল লতিফ, আজমত রানা, অমল টিক্কু, রেজওয়ানুল হক রিজু, আহসানুল হাবিব বাবু, মাহমুদ হোসেন প্রিন্স, তারেক হোসেন প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানা গেছে, এলজিইডি এই ব্রিজটি ভেঙে একটি আরসিসি গার্ডার ব্রিজ করবে। ব্রিজ ভাঙার কাজ চলছে মর্মে জেলা পরিষদের একটি নোটিশ দেখা যায় সেখানে। গতকাল বিকালে কিছু শ্রমিককে ব্রিজটির উত্তর প্রান্তে উপরের পাটাতন তুলে ফেলতে দেখা যায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর