× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমিল্লায় নৌবাহিনীর সৈনিকের মরদেহ উদ্ধার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

কুমিল্লায় মেহরাব হোসেন নামে নৌবাহিনীর এক সৈনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বুড়িচং উপজেলার ভাংতি এলাকায় গোমতি নদীর তীর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত মেহরাব ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে। এদিকে হত্যাকাণ্ডের পর স্থানীয় এলাকার লোকজন সেখানে ভিড় জমায়। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহরাব হোসেন (২৩) খুলনায় নৌবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। খুলনা থেকে চট্টগ্রামে বদলি হওয়ায় স্বজনদের দেখতে একদিনের ছুটিতে বুধবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি আর বাড়ি পৌঁছেননি।
বৃহস্পতিবার ভোরে বাড়ির অদূরে গোমতি নদীর তীরে মেহরাবের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মেহরাবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এদিকে নিহতের লাশ উদ্ধার হওয়ার পর ঘটনার রহস্য উদঘাটন এবং ঘাতকদের গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ছাড়াও সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, কি কারণে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্তের আগে বলা যাচ্ছে না। সহসা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং ঘাতকদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর