× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টাঙ্গাইল জেলা বার সমিতির নির্বাচন / সমন্বয় পরিষদ ১২টি এবং জাতীয়তাবাদী ঐক্য প্যানেল ৫টিতে জয়ী

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল থেকে
২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

 টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীরা সভাপতিসহ ১২টি পদে জয়লাভ করেন। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি মো. রফিকুল ইসলাম খান আলো, সহ-সভাপতি বংশী বিনোদ গোস্বামী (কৃষ্ণ), যুগ্ম সম্পাদক মো. রুহুল আমীন মিয়া, লাইব্রেরি সম্পাদক হাফিজুর রহমান খান, ক্রীড়া সম্পাদক জগদীশ চন্দ্র বিশ্বাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন রানা এবং কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন- অনুপম দে অপু, মো. ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম তালুকদার, এস. এম জহিরুল ইসলাম, মো. নুরুল হুদা মিন্টু ও সারমিন খান। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন- সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. মঈদুল ইসলাম শিশির এবং কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন- খ. মনিরুল ইসলাম, রকসি মেহেদী ও রফিকুল ইসলাম রফিক। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর