× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারত গেলেন বডিবিল্ডার তাসদীদ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

শেরু ক্লাসিক প্রতিযোগিতায় অংশ নিতে ভারত গেলেন বডিবিল্ডার তাসদীদ হাসান। শনি ও রোববার ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে পেশাদার বডিবিল্ডারদের সবচেয়ে বড় প্লাটফরম শেরু ক্লাসিক বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টেই অংশ নিতে গতকাল রওয়ানা হয়েছেন তাসদীদ। এবারের প্রতিযোগিতা ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো- মেন্স ফিজিক, মেন্স বডিবিল্ডিং, মেন্স ক্লাসিক ফিজিক, ওমেন্স ফিজিক, ওমেন্স বিকিনি এবং ওমেন্স ফিগার। বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সহযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র বডিবিল্ডার হিসেবে অংশ নিচ্ছেন তাসদীদ হাসান। মেন্স বডিবিল্ডিং ক্যাটাগরির ৭০ কেজি ওজন শ্রেণিতে অংশ নেবেন লাল সবুজের এই বডিবিল্ডার। মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় রানারআপ হওয়া তাসদীদ শেরু ক্লাসিকে স্বর্ণপদক জয়ের আশা করছেন।
তাসদীদ বলেন, ‘এই টুর্নামেন্টকে সামনে রেখে আমি বেশ ক’দিন অনুশীলন করেছি। আশাকরি দেশের জন্য পদক জিতে আনতে পারবো। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।’ বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমরা যাচাই-বাছাই করেই তাসদীদকে নির্বাচন করেছি। আশাকরি সে আমাদের মান রাখতে পারবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর