× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

হতাশ রোনালদোর ভিন্ন জবাব

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

আগের তিন আসরে সাফল্য নিয়ে শিরোপার হ্যাটট্রিকের গৌরব কুড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ক্যারিয়ারে রোনালদো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতেছেন সর্বাধিক পাঁচবার। তবে এবার চিত্র ভিন্ন। মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ থেকে  ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি দেন এ পর্তুগিজ ফরোয়ার্ড। আর এবারের চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পরিষ্কার ২-০ গোলে হার নিয়ে বিদায়ের মুখে তার দল। চ্যাম্পিয়ন্স লীগ শেষ ষোলোর প্রথম লেগে এর আগে জুভেন্টাস যে শেষ চারবার হেরেছে, তার একবারও কোয়ার্টার ফাইনালে উঠতে পারে নি। বুধবার মাদ্রিদে ম্যাচ শেষে হতাশা ঝরে রোনালদোর আচরণেও। এদিন হারের পরও অ্যাটলেটিকোকে একরকম তাচ্ছিল্যই করেছেন নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রোনালদো।
‘মাদ্রিদ ডার্বি’তে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো একবার নয়, দু’বার অ্যাটলেটিকোকে বুঝিয়ে দেন, চ্যাম্পিয়ন্স লীগের সাফল্যে তার চেয়ে কতটা পিছিয়ে মাদ্রিদের ক্লাবটি। বুধবার ম্যাচে অ্যাটলেটিকোর গোলপোস্ট তাক করে সাতটি শট নেন রোনালদো। এর মধ্যে অন টার্গেটে ছিল একটি মাত্র শট। ম্যাচ চলাকালে গ্যালারিতে ‘রোনালদো ধর্ষক’ ধ্বনিতে স্লোগান তোলে অ্যাটলেটিকোর সমর্থকরা।  আর গ্যালারির দিকে হাতের পাঁচ আঙুল দেখিয়ে রোনালদো  তার পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের বিষয়টি ইঙ্গিত করেন। ম্যাচ শেষে স্টেডিয়ামের মিক্সড জোনেও একই আচরণ করেন রোনালদো। স্টেডিয়াম ছাড়ার সময় হাতের পাঁচ আঙুল দেখিয়ে চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক রোনালদো বলেন, ‘আমার পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা আছে। অ্যাটলেটিকোর নেই।’ অ্যাটলেটিকো কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে কি না, এই প্রশ্নের জবাবে রোনালদোর হুঁশিয়ারি- ‘ফিরতি লেগে দেখা যাবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর