× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফর্মহীন সৌম্যই টেস্ট দলে

খেলা

স্পোর্টস রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার


১২ টেস্টের ২২ ইনিংসে মাত্র ৪ ফিফটি। শেষ ৬১ রানের ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ তে। এরপর ১০ ইনিংসে কোনো ফিফটি নেই। সর্বোচ্চ ৩৩ রান। শুধু কি তাই! সংক্ষিপ্ত ঘরানার ক্রিকেটের ঘরোয়া আসর বিপিএলেও ভুগেছেন প্রচণ্ড রান-খরায়। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলের হয়ে দুই ইনিংসে ৩০-এর ঘর ছুঁলেও শেষ ম্যাচে দুই অঙ্কও ছুঁতে পারেননি। বলা হচ্ছে সৌম্য সরকারের কথা। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে যার অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচকদের মুখোমুখি হতে হয়েছে নানা প্রশ্নের।
তাদের আশা ছিল প্রমাণ করবেন। কিন্তু হয়নি। তবে সেই সৌম্যকে রেখে দেয়া হলো নিউজিল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য।  জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন সৌম্যের দলের সঙ্গে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক মানবজমিনকে। তিনি বলেন, ‘সাকিবের পরিবর্তে দলে একজন অতিরিক্তি ব্যাটসম্যান প্রয়োজন ছিল। তাই টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুসারেই তাকে টেস্ট দলে রাখা হয়েছে।’ অন্যদিকে সাকিবের বিকল্প হিসেবে অন্য কোনো ক্রিকেটার দেশ থেকে নিউজিল্যান্ড যাচ্ছেন না বলেই তিনি জানান। বলার অপেক্ষা রাখেনা কাল সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে অবশ্য তাকে পরীক্ষাও দিতে হবে।
অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। সেই সময় নেতৃত্ব দিয়েছিলেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এবারো সাকিবের পরিবর্তে তাকেই নেতৃত্ব দিতে হচ্ছে। এর আগে টেস্ট দল থেকে ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে দলে যুক্ত হয়েছেন আরেক পেসার ইবাদত হোসেন। এ ছাড়াও দলের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে দেখা  যেতে পারে তরুণ ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিককে। এরপর মুমিনুল হক তো থাকছেনই। প্রথম টেস্টে মোহাম্মদ মিঠুন খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। বিকল্প হিসেবে লিটন কুমার ও সৌম্য। এই দু’জনই নেই ফর্মে। তার ওপর মুশফিকুর রহীমও খেলছেন পাঁজরের ইনজুরি নিয়ে। তাই টেস্টেও বাংলাদেশ দলের জন্য বড় চিন্তার কারণ হবে ব্যাটিং। পেস আক্রমণে মূল শক্তি মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে আবু জায়েদ, খালেদ আহমেদ ও ইবাদত। তবে তিন পেসার নিয়ে খেললে তাদের একজনকে থাকতে হবে একাদশের বাইরে। আছেন দুই অফ স্পিনার নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ।  এ ছাড়াও বাঁহাতি স্পিনে দলের একমাত্র ভরসা তাইজুল ইসলাম।  
এরই মধ্যে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শফিউল ইসলাম দেশে ফিরেছেন। কিন্তু সাকিবের না থাকা ও ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করতেই সৌম্যকে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর