× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / ‘এর জন্য অপেক্ষাতো করতেই হবে’

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর এ সময়ে গান নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ধারাবাহিকভাবে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অডিও ও সিনেমার গানে নিয়মিত কন্ঠ দিয়ে আসছেন আঁখি। আর স্টেজেও তার চাহিদা ও গ্রহণযোগ্যতা ব্যাপক। দেশ-বিদেশের স্টেজে বছরজুড়েই ব্যস্ত থাকেন এ শিল্পী। সব মিলিয়ে চলতি সময়ে কেমন আছেন? আাঁখি বলেন, ভালো। ব্যস্ততার মধ্যেই কাটছে সময়। যদিও বুধবার চকবাজারে ঘটে যাওয়া অগ্নিকা-ে এতগুলো প্রাণ ঝরে যাওয়ায় গভীরভাবে শোকাচ্ছন্ন হয়ে আছি।
তাদের সবার জন্য আমাদের অনেক অনেক প্রার্থনা। আর নিহতদের পরিবারও যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়াই করি। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। এখন মূলত কি নিয়ে চলছে আপনার ব্যস্ততা? আঁখি বলেন, শো করে যাচ্ছি নিয়মিত। যেহেতু শীত মৌসুম গেলো, তাই শো-এর সংখ্যা অনেক বেশি ছিল। টানা শো করেছি। সত্যি বলতে অনেক বছর ধরেই আমার শো-এর ব্যস্ততা একইরকম যাচ্ছে। মাঝে মধ্যে ক্লান্ত হলেও এই ব্যস্ততাটা আমি উপভোগ করি। কারণ সৃষ্টিকর্তা সবাইকে গান শুনিয়ে শ্রোতাদের আনন্দ দেয়ার মতো সুযোগ কিংবা সৌভাগ্য দেন না। আর সরাসরি গান শোনাতে অন্যরকম ভালোলাগা কাজ করে। এদিকে গত বছর বিভিন্ন গানে অন্য এক আঁখি আলমগীরকে আবিস্কার করা গেছে। সে সময়ে বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার। সেসবের মধ্যে আসিফ আকবরের সঙ্গে জুটি বেঁধে ‘টিপটিপ বৃষ্টি’ এবং ‘ওরে পাখি’ শিরোনামের দুটি গান করেছেন তিনি। এ দুটি গানের ভিডিওতে আসিফ ও আঁখির রসায়ন দেখেছেন দর্শক। দুটি গানেরই অডিও, ভিডিও ও পারফরমেন্সে আঁখি বেশ প্রশংসিত হয়েছেন। তবে নতুন বছরে এখনও নতুন গান প্রকাশ করেননি এ শিল্পী। অবশ্য জানিয়েছেন খুব শিগগিরই প্রকাশ হবে নতুন গান। এ বিষয়ে তিনি বলেন, স্টেজ ও অন্যান্য ব্যস্ততা অনেক যাচ্ছে। তাছাড়া আমার বেশ কিছু নতুন গান করা আছে। কোম্পানি জানে গানগুলো কবে প্রকাশ হবে। এর বাইরে আরও নতুন কিছু গানের কাজও আছে সামনে। যে গানগুলো এ বছর প্রকাশ হবে সেগুলোতে অনেক চমক আছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। আর গান নিয়ে তাড়াহুড়ো নেই আমার। আমি ভালো মানের গান করতে চাই। এর জন্য অপেক্ষাতো করতেই হবে। এমন না যে বছর শুরু হয়েছে বলেই তড়িঘড়ি করে আমাকে নতুন গান প্রকাশ করতে হবে। সিনেমার গানের কি খবর? আঁখি বলেন, সিনেমার গানও করছি নিয়মিত। সর্বশেষ গেয়েছিলাম ‘একটি সিনেমার গল্প’ ছবিতে। রুনা লায়লা আন্টির সুরে এ ছবিতে গান গেয়েছি আমি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এটাই রুনা আন্টির সুর করা আমার প্রথম গান। আর ছবিটিও পরিচালনা করেছেন আমার বাবা। আরও বেশ কিছু চলচ্চিত্রের গান করার কথা চলছে। ব্যাটে বলে মিললে সেগুলো করা হয়ে যাবে। বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? আঁখি বলেন, আসলে এটা প্রতিযোগিতার যুগ। যে ভালো করছে সে এগিয়ে যাচ্ছে। আর এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। ইউটিউবে ইচ্ছেমতো যে কোনো গান শোনা ও দেখা যাচ্ছে। তাই আমাদের প্রতিযোগিতাটাও কিন্তু বেড়েছে। এত গানের ভিড়ে নিজেকে মেলে ধরা সম্ভব না যদি না খুব ভালো কাজ করা হয়। তাই অবশ্যই ভালো কাজের প্রতি মনোযোগী হতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর