× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চকবাজার ট্র্যাজেডি: তারকাদের শোক

বিনোদন

স্টাফ রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে। শহীদ দিবসে এমন ভয়াবহ ঘটনায় পুরো দেশ ও জাতি ভাসছে শোকের সাগরে। শোক জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারাকারাও। চকবাজারে ভয়াবহ এ ঘটনায় ফেসবুকে  শোক জানিয়ে সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেছেন, চকবাজারের আগুনে যারা মৃত্যুবরণ করেছেন, ঈশ্বর যেন সবাইকে ওপারে শান্তিতে রাখেন এই কামনা করি। অনাকাঙ্খিত  কোনো মৃত্যু কখনো কাম্য নয়। সত্যি ভীষণভাবে শোকাহত। শাকিব খান লিখেছেন, ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইল।
সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ফেসবুকে লিখেন, সারারাত ঘুমাতে পারিনি। আগুনে পুড়ে ৭০ জন মানুষের মৃত্যু। এ তালিকা বাড়ছে আরও। জীবন কতটা অনিরাপদ আমাদের। মুহূর্তেই সব লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। ঢাকার চকবাজারে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক। নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। আমাদের উচিত রাষ্ট্রের পাশাপাশি আমাদের সবারই তাদের পাশে দাঁড়ানো। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। জীবন নিরাপদ হোক...। চিত্রনায়িকা নিপুন ফেসবুকে শোক জানিয়ে লিখেন, চকবাজারের সকল দুর্ঘটনাকবলিত পরিবারের প্রতি সমবেদনা। সরকারের কাছে অনুরোধ পুরান ঢাকাকে নতুন ঢাকা করার উদ্যোগ নেয়ার জন্য। তাহলে পুরান ঢাকার লোকজন আমাদের মতো নিশ্চিন্ত জীবন পাবে।

চিত্রনায়ক আরিফিন শুভ একটি ছবি  শেয়ার করে লিখেছেন, আমরা স্বব্ধ, আমরা শোকাহত। এদিকে ছোটপর্দার অভিনেত্রী স্পর্শিয়া  ফেসবুকে লিখেন, কেবল আগুণে পুড়ে মারা গেলেন ৭০টি তাজা প্রাণ! আরও নাকি বাড়ছে! প্রকৃতির কাছে কতটা অসহায় আমরা। টিভিতে স্বজনদের আহাজারি দেখে কান্না সামলে রাখতে পারছি না। কেন এমন হয়? মানুষের কেন এমন নিষ্ঠুর মৃত্যু হবে? একদিনে এ দুর্ঘটনায় কত মানুষের জীবন গেল। স্বজন হারানোর এ ক্ষতি কীভাবে পূরণ হবে? চকবাজারে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক। নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসা হোক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর