× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতিকে প্রসেনজিতের 'না'

বিনোদন

বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার

বাবার পথে হেঁটে কি এবার রাজনীতিতে নামছেন প্রসেনজিত ? ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন। সেই জল্পনায় জল ঢাললেন অভিনেতা স্বয়ং। সাফ জানিয়ে দিলেন, এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই তার। প্রসেনজিৎ জানান, আর পাঁচজনের মতো আমিও গত সোমবারই জানতে পারি বাবা রাজনীতিতে যোগ দিয়েছেন। ইউটিউবের একটি ছোট্ট ভিডিও দেখেই আমার কাছে পুরো বিষয়টি স্পষ্ট হয়। আমিও অবাক হয় গিয়েছিলাম। বাবাকে আমি শ্রদ্ধা করি।

এ বিষয়ে আমার সঙ্গে বাবার কোনো কথা হয়নি।
বাবার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে আমার কিছুই বলার নেই। অভিনেতা আরও বলেন, গত নির্বাচনে আমার বাবা তৃণমূলের হয়ে লড়ে ছিলেন। আমি বাবার হয়ে নির্বাচনী প্রচারে যোগ দেব কি না, সেই প্রশ্ন উঠেছিল। তবে আমাকে নির্বাচনী প্রচারে দেখা যায়নি। টলিউডের অনেকেই রাজনীতি করেন। তাদের মধ্যে অনেকেই নির্বাচিত প্রার্থী। বাবার জন্য প্রচারে নামলে, নির্বাচনের সময় আমার সহ অভিনেতা-অভিনেত্রীর হয়েও প্রচারে বের হওয়া উচিত। কিন্তু আমি কোনোটাই করিনি। তাই এবারেও বাবার হয়ে প্রচারে বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। প্রসেনজিৎ বলেন, প্রার্থী হওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারব এই আত্মবিশ্বাস আমার নেই। তাই আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর