× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

নাগেশ্বরী কলেজে একুশে দেয়ালিকার পাঠ উন্মোচন

বাংলারজমিন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজে মহান একুশে সাহিত্য দেয়ালিকার পাঠ উন্মোচন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা বিভাগের আয়োজনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন উপলেক্ষে ২১শে ফেব্রুয়ারি নাগেশ্বরী সরকারি কলেজের বটমূলে এই আলোচনাসভা, দেয়ালিকার পাঠ উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলা প্রভাষক রেজাউল করিম রেজার সঞ্চালনায় এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ রুহুল আমিন ম-ল রেজার সভাপতিত্বে এ সময় আলোচনাসভায় মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান খাদেমুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক লুৎফর রহমান, প্রভাষক আ ম প আনিছুর রহমান, কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আশরাফুল আলম আসাদ মীর প্রমুখ। আলোচনা শেষে অমর একুশে সাহিত্য দেয়ালিকা ’১৯এর পাঠ উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ রুহুল আমিন ম-ল রেজা। বিশিষ্ট আবৃত্তিকার ও বাংলা প্রভাষক রেজাউল করিম রেজার সম্পাদনায় দেয়ালিকাটি বাংলা প্রভাষক খাদেমুল ইসলাম, এসএম শাহজাহান কবীর, আজিজুল ইসলাম রানা, জহিরুল ইসলাম, মমতাজ বেগম, আফরোজা ইয়াসমিন, দ্বি-মাসিক উচ্ছ্বাসের সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হৃদয়, সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাতুল শিমাল লিমা, মাহবুবুর রহমান, দুর্জয় কুমার সাহা, হাফিজা খাতুন হ্যাপি, ইব্রাহীম আলী নাঈম, প্রতীমা সাহা পূজা, রোখসানা খাতুনসহ আরও অনেকের লেখায় সমৃদ্ধ হয়েছে।  শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর