× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটের ভার্থখলা জামেয়ার মজলিসে শূরা অধিবেশন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

সিলেট নগরীর ঐত্যিবাহী দ্বীনি শিক্ষাগার জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের মজলিসে শূরা ও আসহাবে বদর পরিষদের বার্ষিক অধিবেশন গত ২০শে ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় জামেয়া মিলনায়তনে জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদের সঞ্চালনায় ও আলহাজ শায়খ হাসান চৌধুরী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধীবেশনে জামেয়ার ২০১৮ ঈসায়ী সালের হিসাব-অডিট রিপোর্ট সহ উপস্থাপন করা হয় এবং পর্যালোচনা করা হয়। ২০১৯ সালের প্রাক্কলিত বাজেট পেশ করা হয় এবং আগামী ২৬ ও ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জামেয়ার দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন, সিলেট বিভাগ ভিত্তিক ক্বেরাত প্রতিযোগিতা ও আকর্ষণীয় ইসলামী শিশু শিক্ষা প্রদর্শনীর প্রস্তুতি সম্পন্ন করা হয় এবং মহাসম্মেলন সফল করে তুলার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। অধিবেশনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তৌফিক বকস লিপন, আলহাজ আব্দুল ওহহাব চৌধুরী রানু মিয়া, আলহাজ মজলু মিয়া, বরইকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান,
প্রবাসী শফিক মিয়া, অ্যাডভোকেট ফজলুল হক, সমাজসেবী কেএম আব্দুল্লাহ আল-মামুন, সাদিকুর রহমান, জামেয়ার সাবেক ছাত্র প্রবাসী হাফিজ মাওলানা এনামুল হক, সেলিম আহমদ, হাফিজ বদরুল ইসলাম, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, আব্বাস জালালী, জামিল আহমদ, শাহ এখলাছুর রহমান, আব্দুল কাহহার চৌধুরী, কামরুল হাসান কামাল, সৈয়দ মাহদী হাসান, তারেক আহমদ, হাফিজ মাওলানা আলাউদ্দিন, সিরাজুল ইসলাম, হাজী মকবুল হোসেন, আব্দুর রউফ চৌধুরী, ওয়াহিদ হুসেন চৌধুরী, তারেক আহমদ, আবিদ হুসাইন, ইউসুফ বখত, মাওলানা মুখলিছুর রহমান, লিটন আহমদ, অলি আহমদ ভূঁইয়া, মুবিন হোসেন চৌধুরী, আব্দুস সালাম সাহেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর