× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বেসবলে হ্যাটট্রিক শিরোপা পুলিশের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

ওয়ালটন ষষ্ঠ জাতীয় বেসবল প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো শিরোপা কুড়ালো বাংলাদেশ পুলিশ দল। গতকাল পল্টন ময়দানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বাংলাদেশ পুলিশ ০৪-০৩ পয়েন্টে বাংলাদেশ আনসারকে হারায়। গত আসরেও আনসারকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ পুলিশ। এর আগে ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করেন খেলোয়াড় ও কর্মকর্তারা। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক, হেড অব স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার ডন। মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন মীর মোতাহার হাসান, রেডিও টুডে’র হেড অব প্রোগ্রাম জহিরুল ইসলাম টুটুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ বেসবল সফটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় বেসবল প্রতিযোগিতার সকল ম্যাচ পরিচালনা করেন তালহা জুবায়ের, ফাহিম, নুর হোসেন ও ইরাম।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর