× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আবাহনীকে মাটিতে নামালো শেখ রাসেল

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের শিরোপাধারী ঢাকা আবাহনীকে মাটিতে নামালো শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনীকে ২-০ গোলে হারের লজ্জায় ডোবায় ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নরা। আর জয়ে ফিরে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে শেখ রাসেল। এক ম্যাচ কম খেলেই শীর্ষে থাকা ঢাকা আবাহনীর সঙ্গে শেখ রাসেলের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়ালো মাত্র ১-এ। নিজেদের আগের ম্যাচে শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র করে শেখ রাসেল। আর এবারের আসরে আবাহনীর এটি দ্বিতীয় হার। ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। আর ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে শেখ রাসেলের পয়েন্ট ১৭।
শেখ রাসেলের জয়ে তৃতীয় স্থানে নেমে গেছে অপরাজিত বসুন্ধরা কিংস (৬ ম্যাচে ৫ জয়, ১ ড্রয়ে ১৬ পয়েন্ট)। গতকাল শেখ রাসেলের হয়ে গোল দু’টি করেন রাফায়েল ওডোইন ও অ্যালেক্স রাফায়েল ডি সিলভা। ম্যাচের ২৪ মিনিটে আবাহনীর জাল কাঁপান নাইজেরিয়ান ফরোয়ার্ড ওডোইন। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ৮৪তম মিনিটে। ডিফেন্ডারদের ভুলে আবাহনীর সমতায় ফেরার স্বপ্ন ভেস্তে যায়। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা ওডোইনের বাড়ানো বল আবাহনীর এক ডিফেন্ডার সহজেই নিয়ন্ত্রণে নিতে পারতেন। কিন্তু বল তার পায়ের ফাঁক গলে বেরিয়ে যায়। আর দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডি সিলভা।
মোহামেডান-শেখ জামালের পয়েন্ট ভাগাভাগি
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলে গতকাল পয়েন্ট ভাগাভাগি করে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। দুর্দান্ত গোলে দলকে সমতায় ফেরান গাম্বিয়ান স্ট্রাইকার সলোমন কিং। এই নিয়ে টানা দুই ম্যাচে ড্র দেখলো শেখ জামাল ও মোহামেডান। ৮ ম্যাচে ১২ পয়েন্ট (৩ জয়, ৩ ড্র, ২ হার) নিয়ে ষষ্ঠ স্থানে শেখ জামাল। আর নবম স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ ৭ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট (১ জয়, ২ ড্র, ৪ হার)। গতকাল ম্যাচের ২৪ মিনিটে অনিক ঘোষের ক্রস হেড বিপদমুক্ত করতে গিয়ে বল নিজেদের জালে জড়ান শেখ জামালের। আর আত্মঘাতী গোলের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান। প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ নষ্ট করে শেখ জামাল। ৩৭ মিনিটের মাথায় গাম্বিয়ান ফরোয়ার্ড সেইনি বোজাং গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে দিয়ে উড়িয়ে মারেন। ম্যাচে ৬৪ মিনিটে সমতায় ফেরে ২০১৫ আসরের চ্যাম্পিয়নরা। ডি-বক্সের বাইরে চোখ ধাঁধানো শটে নিশানাভেদ করেন সলোমন কিং। এরপর জয়সূচক গোলের সুযোগ পেয়েও সমর্থকদের হতাশ করে শেখ জামাল। ৭৬ মিনিটে বোজাংয়ের ক্রসে পেরেস ঠিকঠাক হেড নিতে পারেনি। আর ইনজুরি সময়ে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর