× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কেমিক্যাল সরাতে পঞ্চায়েতের সহযোগিতা চাইলেন সাঈদ খোকন

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) ফেব্রুয়ারি ২৩, ২০১৯, শনিবার, ৭:০৬ পূর্বাহ্ন

পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরাতে এলাকার মুরব্বী এবং পঞ্চায়েতের সহযোগিতার কোন বিকল্প নেই উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন তাদের সহযোগিতা চেয়েছেন। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে নিহতদের স্মরণে আয়োজিত মিলাদ মাহফিল পূর্ব বক্তব্যে তিনি বলেন, আমরা সমস্ত ঘটনা দেখেছি এবং শুনেছি, ৭০ জন লোক নিহত হয়েছেন আমরা আহত এবং নিহতদের জন্য দোয়ার জন্য সমবেত হয়েছি ।

তিনি আরও বলেন, আমাদের পুরান ঢাকার সামাজিক প্রেক্ষাপট ভিন্ন। এর শতবছরের ঐতিহ্য রয়েছে । এই দূর্ঘটনার কারণ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। এটা গুলশান বারিধারার মত নয়। এখানে মানুষ বাস করে আবার মালপত্র রাখে। কে কি বললো তা আমাদের শোনার দরকার নেই।
আমরা বসে নিজেরাই এর সমাধান করবো। পুরান ঢাকার ব্যবসা আরো প্রসার করবো । মানুষের জন্য যেভাবে সুন্দর হয় সে চেষ্টা আমি করবো । আমরা নিরাপত্তার ব্যাপারে নিজেরা সচেতন না হলে কোনো প্রশাসনই তা সমাধান করতে পারবে না । সরকার এবং আমাদের দায়িত্ব এটাকে সমাধান করা।

তিনি আরও বলেন যেভাবেই হোক যদি কেমিক্যাল সরানো না যায় তাহলে সুস্থভাবে বাস করা যাবে না। এলাকার মুরব্বীর এবং পঞ্চায়ে ভূমিকা না নিলে কোনভাবেই সমাধান সম্ভব না। তাই পঞ্চায়েত কমিটি এবং এলাকার নাগরিকদের ভূমিকা রাখতে হবে ।
এছাড়া নিজেন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমি দায়িত্ব এড়াতে পারি না । আমার কাছে অনেক চাপ আসে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি কাজ করতে পারি না। একটা নিরাপদ পুরাতন ঢাকার জন্য আমি সবার সহযোগিতা চাই । যা হওয়ার হয়ে গেছে, ভবিষ্যতে আর যেন না হয় সেজন্য আমাদের কাজ করতে হবে।

চুড়িহাট্টা শাহী মসজিদে বাদ আসর এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে এলাকরা সাধারণ মানুষ ও নিহতদের স্বজনরা অংশ নেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর