× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জাজাইয়ের ৬২ বলে ১৬২* আফগানিস্তানের বিশ্বরেকর্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার

আয়ারল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং দেখালো আফগানরা। আর ইনিংস শেষে ঘষামাজা হলো একাধিক রেকর্ডে। গতকাল সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬২ বলে হার না মানা ১৬২ রানের অসাধারণ ইনিংস খেলেন আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাই। ওপেনিংয়ে জাজাই ও উসমান গনি গড়েন ২৩৬ রানের জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির যেকোনো উইকেট জুটিতে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। আর ইনিংস শেষে আফগানিস্তান গড়ে বিশ্বরেকর্ড। গতকাল ভারতের দেরাদুনে আফগানিস্তানের হোম সিরিজে আগে ব্যাটিং শেষে আফগানদের ইনিংস থামে ২৭৩/৩ সংগ্রহ নিয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
এতে আফগানিস্তান ভেঙে দেয় অস্ট্রেলিয়ার রেকর্ড। ২০১৬’র সফরে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৩/৩ সংগ্রহ নিয়ে এ রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। জুটির রেকর্ডটিও ভেঙেছে অস্ট্রেলিয়ার। গত বছর হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে ২২৩ রানের জুটি গড়েন অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও ডি’আরসি শর্ট। আর ওই ম্যাচে গড়া ফিঞ্চের রেকর্ডটি গতকাল অল্পের জন্য বেঁচে যায়। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের (৭৬ বলে) ইনিংস খেলেন ফিঞ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। গতকাল ইনিংস শেষে এমন তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাজাই। তবে, এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি এখন জাজাইয়েরই। ২০১৩তে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে ১৪টি ছক্কা হাঁকিয়েছিলেন ফিঞ্চ। গতকাল জাজাই হাঁকান ১৬টি ছক্কা। সঙ্গে হাঁকান ১১টি চার। গতকাল দেরাদুনে টসে জিতে ব্যাটিং বেছে নেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। আর শুরুর ১৭.২ ওভার ক্রিজে কাটান আফগানিস্তানের দুই ওপেনার জাজাই ও গনি। উইকেট দেয়ার আগে গনির ব্যাট থেকে আসে ৪৮ বলে ৭৩ রান। আফগান ব্যাটিংয়ে দিশাহারা আয়ারল্যান্ড অধিনায়ক গতকাল বল তুলে দেন পৃথক ৮ খেলোয়াড়ের হাতে। এদের সাতজনই বল হাতে ওভার প্রতি দেন ১২-এর বেশি রান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর