× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

হেটমায়ারের সেঞ্চুরি, কটরেলের ৫ উইকেট /ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দারুণ জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোসে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে জয় কুড়ায় ক্যারিবীয়রা। ব্রিজটাউনের কেনসিংটন ওভাল মাঠে টসে হেরে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২৮৯/৬-এ। জবাবে ১৪ বল বাকি রেখে ২৬৩ রানে গুঁড়িয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। এতে সিরিজে ১-১ সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে আগের ম্যাচে ৩৬০ রান করেও জয় পায়নি ক্যারিবীয়রা। জেসন রয় ও জো রুটের সেঞ্চুরিতে ৬ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছিল ইংলিশরা। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন শিমরন হেটমায়ার।
ব্যাট হাতে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ইংলিশ বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ৮৩ বলে ১০৪ রানের হার না মানা ইনিংস খেলেন হেটমায়ার। এতে হেটমায়ার হাঁকান চার ছক্কা ও সাতটি চার। এছাড়াও ব্যাটিং দানব ক্রিস গেইলের ৫০ রানের ইনিংসের উপর ভর করে ছয় উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেয়া ২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়ের উইকেট খোয়ায় ইংল্যান্ড। দু’জনকেই সাজঘরে ফেরান ক্যারিবীয় পেসার শেলডন কটরেল। প্রাথমিক চাপটা সামাল দেন জো রুট (৩৬) ও এউইন মরগান। তবে ১৩তম ওভারের শেষ বলে রুটের বিদায়ে ৬০/৩ সংগ্রহ নিয়ে ফের চাপে পড়ে ইংল্যান্ড। মরগান ও বেন স্টোকসের জুটিতে আশা ধরে রাখে ইংলিশরা। চতুর্থ উইকেটে এ দু’জন গড়েন ৯৯ রানের জুটি। ৩০.২তম ওভারে দলীয় ১৫৯ রানে ইংল্যান্ড অধিনায়ক মরগানকে সাজঘরে ফেরান কটরেল। তবে পঞ্চম উইকেটে স্টোকস ও জস বাটলারের ৬৯ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখছিল ইংলিশরা। এবার বল হাতে স্টোকস ও বাটলারকে সাজঘরে ফেরান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ইংলিশদের সম্ভাবনাও ফুরায় তখনই। ওয়েস্ট ইন্ডিজের বল হাতে ৯ ওভারের স্পেলে ৪৬ রানে পাঁচ উইকেট নেন বাঁহাতি পেসার শেলডন কটরেল। হোল্ডারের শিকার তিন উইকেট। আগামীকাল গ্রেনেডা ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
সংক্ষিপ্ত স্কোর
টস: ইংল্যান্ড, ফিল্ডিং
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভার; ২৮৯/৬ (হেটমায়ার ১০৪*, গেইল ৫০, হোপ ৩৩, রশিদ ১/২৮)।
ইংল্যান্ড: ৪৭.৪ ওভার; ২৬৩ অলআউট (স্টোকস ৭৯, মরগান ৭০, বাটলার ৩৪, কটরেল ৫/৪৬, হোল্ডার ৩/৫৩)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৬ রানে জয়ী
ম্যাচসেরা: হেটমায়ার (ও. ইন্ডিজ)
৫ ম্যাচের সিরিজ: ১-১এ সমতা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর