× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নারীদের এনসিএল শুরু আজ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার

নারী ক্রিকেট বলতে শুধুই জাতীয় দল। ছেলেদের মতো জাতীয় দলের বাইরে হাইপারফরমেন্স কিংবা ‘এ’ দল এখনো গড়ে তুলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। ফলে উঠতি তরুণী ক্রিকেটারদের নিয়ে একটি পাইপ লাইন আজও এদেশে দৃশ্যমান হয়নি, যাদের নিয়ে আগামীর স্বপ্ন দেখা সম্ভব। সেই কাজটিই আসন্ন জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) দিয়ে শুরু করতে চাইছে বাংলাদেশ নারী ক্রিকেট উইং।
দেশের ৮টি বিভাগের অংশগ্রহণে আগামীকাল কক্সবাজারের দুই ভেন্যুতে শুরু হতে যাচ্ছে নারী ক্রিকেটারদের বহুল প্রতীক্ষিত জাতীয় ক্রিকেট লীগ। সেখানে পারফর্ম করা তরুণী ক্রিকেটারদের নিয়ে ‘এ’ দল  তৈরির ভাবনার কথা জানালেন বাংলাদেশ নারী দলের ইনচার্জ ও বিসিবির সাবেক ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। গতকাল ফাহিম বলেন, ‘আগামীকাল থেকে শুরু হচ্ছে মেয়েদের জাতীয় ক্রিকেট লীগ। এখানে আমাদের ৮টি বিভাগ অংশ নিচ্ছে। কক্সবাজারের দুটি মাঠেই খেলাগুলো অনুষ্ঠিত হবে।
আমাদের একটা ইচ্ছা আছে, ভালো একটা পরিবেশ। দেশের সেরা খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্ট করার এবং সেটাই আমরা করার চেষ্টা করছি। আমার বিশ্বাস এই টুর্নামেন্টের মধ্য দিয়ে কিছু নতুন খেলোয়াড় উঠে আসবে। যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারি। আমরা যেহেতু জাতীয় দলের পাশাপাশি একটা ‘এ’ দলের চিন্তা ভাবনা করছি। সেটার জন্য অলরেডি কিছু কাজ হয়েছে। আশা করছি ‘এ’ টিমে যোগ দেয়ার মতো কিছু খেলোয়াড়কে আমরা এখান থেকে খুঁজে পাব।’ লীগে অংশ নিতে গতকালই কক্সবাজার পৌঁছেছে নারী ক্রিকেটাররা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর