× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

সেনাদের আত্মত্যাগ নিয়ে রাজনীতিকরণের অভিযোগ মোদীর বিরুদ্ধে

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) ফেব্রুয়ারি ২৮, ২০১৯, বৃহস্পতিবার, ২:০১ পূর্বাহ্ন

পাকিস্তানের জঙ্গী ঘাঁটিতে বিমান হানাকে সমর্থন জানানোর একদিনের মধ্যেই ভারতের ২১টি বিরোধী রাজনৈতিক দল একজোট হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে সেনাদের আত্মত্যাগ নিয়ে রাজনীতিকরণের অভিযোগ করেছেন। অবশ্য বুধবার এক বিবৃতিতে ২১টি দলের পক্ষ থেকে পুলওয়ামায় আত্মঘাতী জক্সগী হানার তীব্র নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে বিরোধী নেতারা সন্ত্রাস মোকাবিলায়  সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বুধবার বিকেলে দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ ২১ দলের নেতারা জরুরি বৈঠকে বসেছিলেন। বৈঠকের শেষে সেনাবাহিনীর আত্মত্যাগ নিয়ে শাসক দলের নেতারা যে নির্লজ্জ রাজনীতি করছেন তাতে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করছেন। উল্লেখ্য, বিজেপির সভাপতি অমিত শাহ গত মঙ্গলবার প্রকাশ্যে বলেছেন যে, পুলওয়ামার হত্যার বদলা একমাত্র মোদী সরকারই নিতে পারে।

  গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের এক কনভয়ে আত্মঘাতী জঙ্গী হানায় ৪৯ জন নিহত হয়েছেন। বিবৃতিতে বিরোধী নেতারা দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার বিষয়টিকে সংকীর্ণ রাজনৈতিক বিবেচনার উর্ধে রাখা উচিত। বিরোধীদের মতে, প্রচলিত রীতি অনুযায়ী এই ধরণের পরিস্থিতিতেও  প্রধানমন্ত্রী কোনও সর্বদল বৈঠক ডাকেন নি।
এটা খুবই উদ্বেগের। বিরোধীরা জানিয়েছেন, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি রক্ষার জন্য যে কোন ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে জাতিকে আস্থায় নেওয়া হোক। এদিকে বুধবার নিখোঁজ ভারতীয় পাইলটের নিরাপত্তা নিয়েও বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেছেন। এদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাক বিমান আক্রমণের মোকাবিলা করতে গিয়ে একটি মিগ২১ বিমান ধ্বংস হয়েছে এবং একজন পাইলট নিখোঁজ হয়েছেন। পাকিস্তান দাবি করেছে, একজন পাইলটকে তারা হেফাজতে নিয়েছে।

সেই পাইলটের একটি অডিও ফুটেজও প্রচার করা হয়েছে।  নিখোঁজ পাইলট যাতে নিরাপদে ফিরে আসতে পারেন সেজন্য সোস্যাল মিডিয়ায় প্রার্থনা করেছেন সকলে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করে বলেছেন, আমাদের বিমানবাহিনীর একজন সাহসী পাইলটের নিখোঁজ হবার খবর শুনে খুবই মর্মাহত হয়েছি।  আমি আশা করছি, তিনি নিরাপদ ও অক্ষত অবস্থায়  ফিরে আসবেন। এই কঠিন সময়ে সেনাবাহিনীর পাশে থাকারও বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর