× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

পাক হেফাজতে থাকা পাইলটকে ফিরিয়ে আনার দাবি ভারতে

ভারত

কলকাতা প্রতিনিধি
(৫ বছর আগে) ফেব্রুয়ারি ২৮, ২০১৯, বৃহস্পতিবার, ২:০৭ পূর্বাহ্ন

পাকিস্তানের হেফাজতে থাকা ভারতীয় যুদ্ধবিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে গোটা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাকে নিরাপদে ও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার দাবি উঠেছে। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলিও নিখোঁজ পাইলটকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সরকারের কাছে। বুধবারই পাকিস্তান ভারতীয় পাইলটের অডিও ও ভিডিও ফুটেজ প্রচার করে অভিনন্দনকে হেফাজতে নেবার কথা জানায়। অভিনন্দনও বলেছেন, তিনি পাক সেনাদের কাছে ভাল ব্যবহারই পেয়েছেন। জানা গেছে, অভিনন্দনের পিতাও বিমান বাহিনীর একজন ভাইস মার্শাল ছিলেন। পুত্র ও পুত্রবধূর সঙ্গে তিনি চেন্নাইয়ে থাকেন। অভিনন্দনের স্ত্রীও বিমানবাহিনীর একজন আধিকারিক।  বুধবারই পাক উপহাইকমিশনারকে ডেকে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের আচরণের নিন্দা জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রকের মতে, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে পাকিস্তান। 

জেনেভা কনভেনশন অনুয়ায়ী এভাবে ছবি প্রকাশ করা যায় না বলে বিশেষজ্ঞদের অভিমত। তবে ইতিমধ্যেই পাক হেফাজতে থাকা পাইলটকে ফিরিয়ে আনার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। ফাতিমা ভুৃট্টোসহ পাকিস্তানের বিশিষ্টজনেরাও ভারতীয় পাইলটের প্রতি মানবিক আচরণ করার আবেদন জানানোর পাশাপাশি তাকে দ্রুত ফেরত পাঠানোর আবেদন জানিয়েছেন। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি অবশ্য বলেছেন,  ভারতের দাবি মেনে অভিনন্দনকে ছেড়ে দেওয়া সম্ভব তখনই যখন এই দুই দেশের মধ্যে উত্তেজনা কমবে। তবে সংবাদ মাধ্যমের খবর, দ্রুত ছেড়ে দেওয়া হতে পারে ভারতীয় পাইলটকে। এর আগে কারগিল সংর্ঘষের সময়ও ভারতের দুজন পাইলটকে পাকিস্তান গ্রেপ্তার করেছিল।

তাদের মধ্যে একজনকে আটদিনের মাথায় রেডক্রসের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হলেও অন্য একজনকে হত্যা করা হয়েছিল। এদিকে, গতরাতেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা হয়েছে মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেওর। জৈশ-ই-মুহম্মদকে খতম করতে ভারতের সব উদ্যোগকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে  জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করে নিরাপত্তা পরিষদকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে বলা হয়েছে পাকিস্তানকে। সেইসঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে দুই দেশকে সামরিক কার্যকলাপে এখানেই ইতি টানতে বলেছে যুক্তরাষ্ট্র।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর