× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বুলেট বৃষ্টি থেকে যেভাবে সন্তানকে রক্ষা করলেন বাবা

এক্সক্লুসিভ

মানবজমিন ডেস্ক
১৮ মার্চ ২০১৯, সোমবার

নিজের ২ বছর বয়সী ছেলেকে বাঁচাতে ঢাল হয়ে বন্দুকের সামনে বুক পেতে দিলেন বাবা। এমনই হৃদয়স্পর্শী আত্মত্যাগের ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের মসজিদে বন্দুকধারীর হামলার সময়। ওই বাবা নিজের জীবন দিয়ে বাঁচিয়েছেন তার সন্তানকে। এ ঘটনা ইতিমধ্যে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। ওই বাবার নাম জুলফিরমান সাইয়াহ। ঘটনার দিন তিনি তার দুই বছরের ছেলে আভেরোজকে নিয়ে ক্রাইস্টচার্চের লিনউড ইসলামিক কেন্দ্রে এসেছিলেন। কিন্তু আধিপত্যবাদী বন্দুকধারী ব্রেন্টন টেরেন্টের গুলিতে প্রাণ হারান তিনি। গোলাগুলি শুরু হলে তিনি তার ছেলেকে আগলে রাখতে ঝাঁপিয়ে পড়েন।
এরপর ঢালের মতো সবগুলো গুলি নিজের শরীর দিয়ে ফেরান তিনি। লিনউড কেন্দ্রে মোট ৭ জন নিহত হয়েছিল। এর মধ্যে সাইয়াহ একজন। এর আগে বন্দুকধারী টেরেন্ট নিকটস্থ আল-নূর হাসপাতালে আরো ৪২ জনকে হত্যা করে। ময়নাতদন্তে জানা গেছে সাহসী সাইয়াহ একাধিকবার গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু সফলভাবে তিনি তার সন্তানকে রক্ষা করতে পেরেছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় টেরেন্ট চলে যাওয়ার পর শিশু আভেরোজ তার বাবার মৃতদেহের উপর এসে শুয়ে আছে। তার পায়ে হালকা আঘাত লাগলেও গুরুতর আঘাতের চিহ্ন ছিল না। তার মা আল্টা ম্যারি হেরাল্ডকে জানিয়েছেন, আজেরোভ সুস্থ হয়ে উঠছে এবং হাসিখুশি আছে। এই হত্যাযজ্ঞ চালানোর সময় টেরেন্ট সেমি-অটোমেটিক অস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে শটগান রয়েছে দুটি অন্য একটি হচ্ছে লেভার একশন রাইফেল। গুলিবিদ্ধ অবস্থায় নিজের স্ত্রীকে ফোন করেছিলেন সাইয়াহ। তার স্ত্রী আল্টা ম্যারি একজন ইংরেজি শিক্ষক। সে সময় তিনি রান্না করছিলেন। সাইয়াহ ফোন করে তাকে জানান যে, শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে তার। কিন্তু এরপর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর