× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সাংবাদিক রাজা আর নেই

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০১৯, সোমবার

সাংবাদিক শফিউল আলম রাজা আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল রাজধানীর মিরপুরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজার দীর্ঘদিনের সহকর্মী রায়হান জনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার সহকর্মীদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। পল্লবী থানার ওসি তদন্ত (অপারেশন) মো. এমরানুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে পল্লবীর ১০ নম্বর রোডের ৬ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার ও বাসার লোকজনের কাছে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি বাসায় ফেরেন। তারা জানান, দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসায় তিনি একাই থাকতেন।
রুমের ভেতরে বমির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার জন্যই তিনি মারা গেছেন। ১৯৯৮ সাল থেকে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন দৈনিকের বিনোদন পাতায় লেখালেখি করতেন শফিউল আলম রাজা। ২০০২ সালে দৈনিক জনতায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। পরে দৈনিক অর্থনীতি ও যুগান্তরে কাজ করেন। সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল প্রিয়ডটকমের  প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুড়িগ্রামে জন্ম নেয়া শফিউল আলম রাজা শ্রোতা-দর্শকের কাছে ‘ভাওয়াইয়া রাজা’ নামেও পরিচিত ছিলেন। মিরপুর সাড়ে ১১-তে ‘কলতান’ নামে তার একটি গানের স্কুল রয়েছে। রাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য। সংগঠনটির সাবেক সাংস্কৃতিক সম্পাদকও ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর