× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

অভিবাসীবিরোধী মন্তব্য করে বিপাকে অস্ট্রেলীয় সিনেটর, ডিম মেরে বীর বনলো বালক

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
১৮ মার্চ ২০১৯, সোমবার

ক্রাইস্টচার্চে বন্দুকধারীর হামলার জন্য মুসলিম অভিবাসীদের দায়ী করে বিশ্বজুড়ে ও নিজ দেশে সমালোচিত হয়েছেন সিনেটর ফ্রেসার অ্যানিং। শুধু সোশ্যাল মিডিয়ায়ই তার অভিবাসীবিরোধী টুইটের সমালোচনা হয়নি, এর জন্য তাকে হতে হয়েছে ব্যাপক অপদস্থও। তার এমন মন্তব্যের পর তার মাথায় ডিম ফাটিয়েছেন ১৭ বছর বয়সী এক বালক। ১৬ই মার্চ মেলবোর্নে এক অনুষ্ঠানে তার মাথায় ডিম ফাটিয়ে আলোচনায় আসেন ওই ডিম বালক। শুক্রবার হামলার পর অ্যানিং টুইটারে লিখেছিলেন, কেউ কি এখন মুসলিম অভিবাসী ও সহিংসতার মধ্যে থাকা সমপর্কটা ধরতে পারছেন? নিউজিল্যান্ডের রাস্তায় আজ যে রক্তপাত হয়েছে তার জন্য আসলে দায়ী এই অভিবাসী সমস্যা। এর মাধ্যমে মুসলিম ধর্মান্ধরা নিউজিল্যান্ডের মতো দেশে আসার সুযোগ পাচ্ছে। এর পর দিনই একটি টেলিভিশন ক্যামেরায় ধরা পরে তার মাথায় ডিম ফাটানোর ফুটেজ। ডিম ফাটানোর পর সঙ্গে সঙ্গেই ওই বালককে চড় মারেন ওই সিনেটর।
এরপরই তার দেহরক্ষীদের ওই বালককে আঘাত করে মেঝেতে ফেলে চেপে ধরতে দেখা যায়। পুলিশ জানিয়েছে ঘটনার পর ওই বালককে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে তারা অনুসন্ধান চালাবে। এখন পর্যন্ত ডিম মারার সঙ্গে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মুসলিমদের নিয়ে অপমানসূচক মন্তব্য করে নিজ দল ও বিরোধী দলের সমালোচনার মুখে পরেছেন ফ্রেসার অ্যানিং। ইতিমধ্যে তার বিরুদ্ধে পার্লামেন্টে তিরস্কার প্রস্তাব আনার প্রস্তাবও দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট স্কট মরিসনও এ ধরনের মন্তব্যের নিন্দা জানিয়েছেন। তিনি একে কুৎসিত বলে আখ্যায়িত করে বলেন, এজন্য ওই সিনেটরের উচিত লজ্জিত হওয়া। অস্ট্রেলিয়ার মুসলিম নেতা রাউফ এক বিবৃতিতে বলেন, তার এ মন্তব্য যেন হামলাকারী টেরন্টের ম্যানিফেস্টোর আরেক রূপ। তিনি সিনেটর হওয়ার যোগ্যতাই রাখেন না। তবে অ্যানিং এর পক্ষেও বিবৃতি দিয়েছে বেশ কয়েকটি অভিবাসনবিরোধী গ্রুপ। এদিকে ডিম মেরে রীতিমতো তারকা বনে গেছেন ওই বালক। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ইতিমধ্যে তাকে এগ বয় বা ডিম বালক উপাধি দিয়েছে। তার প্রশংসায় মেতেছেন অস্ট্রেলিয়ানরা। নিজ দেশে পাচ্ছেন বীরের সম্মাননা। #eggboy হ্যাশট্যাগে প্রশংসা আর তাকে বীর আখ্যায়িত করছেন দেশটির নেটিজেনরা। একজন টুইটারে লিখেছেন, ডিম বালক দেখিয়ে দিল কিভাবে সকল ধর্ম ও জাতির বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হয়। এজন্য শুধু একটি শুদ্ধ মন দরকার। মার্কিন অভিনেত্রী চেলসিয়া পেরেট্টি টুইটারে লিখেছেন, ডিম বালকের ভিডিও দেখে তিনি খুশিতে আবেগাপ্লুত হয়ে গেছেন। একইসঙ্গে ওই বালক বাহবা কুড়াচ্ছেন সমগ্র পৃথিবীর ইন্টারনেট ব্যবহারকারীদের থেকে। তাকে নিয়ে গান রচনার ঘোষণাও দিয়েছে স্থানীয় একটি ব্যান্ড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর