× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

জয়পুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

শেষের পাতা

জয়পুরহাট প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, সোমবার

জয়পুরহাটের কালাইয়ে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। নিহতরা হলেন কালাই উপজেলার পুনট মোন্নাপাড়া গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে আফতাব এবং একই উপজেলার মাহিস্য পাড়ার চারু মোহন্তের ছেলে রতন মোহন্ত। আহতদের বিভিন্ন চিকিৎসা  কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কালাই থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা আ. লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এসময় বেশ কজন আহত হয় আহতদের মধ্যে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আফতাব উদ্দীন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রতন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ই মার্চ কালাই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিনফুজুর রহমান মিলন তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতা মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিকও উপজেলা চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা ভাই মনোনয়নের ক্ষেত্রে লজিককে সমর্থন দেয়ায় তাদের সঙ্গে মিলনের বিরোধ তৈরি হয়। এর জের ধরেই শনিবার রাতে দুপক্ষের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়ায় বলে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের ভাষ্য। তবে সংঘর্ষের জন্য দুই পক্ষের নেতারাই প্রতিপক্ষকে দায়ী করে বক্তব্য দিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর