× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার

এটিএন বাংলায় ‘চার দেয়ালের কাব্য’
ঘরটা হবে দখিনা দুয়ারি। জানালার ফাঁক গলে মিষ্টি নরম রোদ আলতো করে ছুঁয়ে যাওয়া কিংবা এক চিলতে বারান্দায় বসন্তের খোলা হাওয়ায় মন জুড়িয়ে যাওয়া- এমন একটি ঘরের কল্পনা সবার মনে উঁকি দিয়ে যায়। সেই ঘর সাজানোর গল্প নিয়ে সেলিম দৌলা খানের পরিচালনায় এখন থেকে এটিএন বাংলায় পাক্ষিকভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনুষ্ঠান ‘চার দেয়ালের কাব্য’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন এ্যানি খান।  
চ্যানেল আইতে ‘ভালোবাসার যৌথ খামার’
চ্যানেল আইতে প্রচার চলতি বর্তমান সময়ের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে একটি ‘ভালোবাসার যৌথ খামার’। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তানিক আনাম খান, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, শাহেদ শরীফ খান, রিচি সোলায়মান, চিত্রলেখা গুহ, সোহেল খান, ওয়াহিদা মল্লিক জলি, কচি খন্দকার, ডা. এজাজ, রফিকউলাহ সেলিম, মুনিরা মিঠু, নোভা, তৌসিফ, টয়া, হিমি, নাজনীন হাসান চুমকী প্রমুখ। প্রচার হবে আজ রাত ১১টা ৩০ মিনিটে।
এনটিভিতে ‘মায়া মসনদ’
এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে রূপকথার গল্প নিয়ে ভার্চুয়াল ফ্যান্টাসিনির্ভর নতুন ধারাবাহিক নাটক ‘মায়া মসনদ’। নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে।
অরিন্দম গুহের গল্প ও চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এম সালাউদ্দীন। পর্ব পরিচালনা করেছেন আতিকুর রহমান বেলাল এবং দৃশ্য পরিচালনায় আছেন মাকসুদুল ইমু। এতে বিভিন্ন চবিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, অবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, ইলোরা গহর, শম্পা রেজা, শিল্পী সরকার অপু প্রমুখ।
মাছরাঙা টেলিভিশনে ‘ফুল এইচডি’
প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ফুল এইচডি’। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সানজিদা প্রীতি, তারিক আনাম খান, আবুল হায়াত, আরফান আহমেদ, রাশেদ মামুন অপু, রোবেনা রেজা জুঁই করিম, দীপান্বিতা, সুষমা সরকার, শামীমা নাজনীন প্রমুখ।
দেশ টিভিতে ‘দুলাভাই জিন্দাবাদ’
দেশ টিভিতে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হয় ধারাবাহিক নাটক ‘দুলাভাই জিন্দাবাদ’। এটির নাট্যরূপ দিয়েছেন মানস পাল। গল্প ভাবনা ও পরিচালনায় রয়েছেন শাহীন সরকার। ধারাবাহিকটির বিভিন্ন চবিত্রে অভিনয়ে করেছেন আল মনসুর, ফজলুর রহমান বাবু, নিলয় আলমগীর, আ খ ম হাসান, আমিন আজাদ, তারিক স্বপন, শফিক খান দিলু, মুনিরা মিঠু, শশী, নিসা, অহনা, ঐশী, তন্দ্রা, শেলী আহসান, অধরা জাহান, ফিরোজ মিল্টন, ছোট শামিম, অহনা।
বৈশাখী টিভিতে ‘ছায়াবিবি’
বৈশাখী টিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ছায়াবিবি’। সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, মুনিরা মিঠু, লুৎফর রহমান জর্জ, আ খ ম হাসান, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, অহনা, হোমায়রা হিমু, বাবর, আলভী, মুরাদ পারভেজ প্রমুখ।


দীপ্ত টিভিতে ‘এইযেল’
দীপ্ত টিভিতে সম্পূর্ণ ভিন্নধারার একটি রোমাঞ্চকর ধারাবাহিক ‘এইযেল’। তুর্কি এ ধারাবাহিকটি প্রচার হচ্ছে শনি থেকে বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ও রাত ১০টায়। বন্ধুদের প্রতারণার শিকার হয়ে ঘটনার পরিক্রমায় এক সহজ সরল ছেলের রহস্যময় গডফাদার হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘এইযেল’।
দুরন্ত টিভিতে  ‘স্প্ল্যাট এ লট’
‘স্প্ল্যাট এ লট’ এক দারুণ মজার গেম শো। এর প্রতিটি পর্বেই থাকে তিনটি করে রোমাঞ্চকর ধাপ। এই গেম শো’র প্রতি পর্বে থাকে ১২ জন আক্রমণকারী। আক্রমণকারী দলের প্রধান কাজ হলো প্রাসাদে আক্রমণ করে মুকুট ছিনিয়ে আনা। অন্যদিকে প্রতিরোধক দলে রয়েছে ৩ জন। তাদের কাজ হলো আক্রমণকারী দলকে প্রাসাদে প্রবেশে বাধা দেওয়া। সব বাধা অতিক্রম করে অবশেষে যে আক্রমণকারী প্রাসাদে প্রবেশ করে মুকুট ছিনিয়ে আনতে পারে, তাকেই সেই পর্বের বিজয়ী ঘোষণা করা হয়। আনন্দ রোমাঞ্চে ভরপুর এবারের মৌসুমের নতুন আয়োজন, গেম শো ‘স্প্ল্যাট এ লট’। এই অনুষ্ঠানটি প্রচার করা হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল ১১টা ৩০ মিনিটে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর