× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চিত্রগ্রাহক ফিরোজ এম হাসান আর নেই

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার

প্রবীণ সিনেস্থির চিত্রগ্রাহক ফিরোজ এম হাসান আর নেই। রোববার সন্ধ্যা ৭টায় উত্তরার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স ছিল ৮২। তিনি সবশেষ ‘ছায়ালোক’ সিনে ম্যাগাজিনে প্রধান আলোকচিত্রী হিসেবে কাজ করতেন। এই ম্যাগাজিনের সম্পাদক আবদুল্লাহ জেয়াদ জানান, গতকাল সকালে প্রথমে তার বাসার কাছে উত্তরা জামে মসজিদে জানাজার পর দুপুরে বিএফডিসিতে তার মরদেহ আনা হয়। এফডিসির প্রযোজক পরিবেশক সমিতির সামনে বাদ জোহর তার দ্বিতীয় জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়। বিএফডিসির প্রযোজক, পরিচালক, প্রদর্শক, শিল্পী সকলের সঙ্গে ছিল তার দারুণ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। গতকাল এফডিসিতে জানাজার সময় চিত্রনায়িকা অঞ্জনা, দিলারা, ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান, জয়, সনি রহমান,
প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক মুশফিকুর রহমান গুলজারসহ অনেক নির্মাতা, শিল্পী, সাংবাদিক তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রদর্শক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সব সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত বছর ফিরোজ এম হাসানের জন্মদিনে তার তোলা সত্তর আশির দশকের বিভিন্ন ছবির স্টিল এফডিসিতে প্রদর্শন করা হয়। তিনি চলচ্চিত্রের রাজ্জাক, শাবানা থেকে শুরু করে এই প্রজন্মের অসংখ্য তারকার অভিনীত ছবির চিত্রগ্রাহক হিসেবে কাজ করে বেশ প্রশংসা পান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর