× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নারীদের ক্রীড়া উৎসব

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার

চারটি ডিসিপ্লিনে নারীদের ক্রীড়া উৎসব শেষ হয়েছে। সোমবার সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শেষ হওয়া ক্রীড়া উৎসবে অ্যাথলেটিক্সের উপজেলা পর্যায়ের দলগত ইভেন্টে ইডেন কলেজ চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়। ব্যক্তিগত ইভেন্টে ইডেন কলেজের শিখা খাতুন চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিয়া ইসলাম রানারআপ হন। জোনাল পর্যায়ের দলগতে ঢাকা চ্যাম্পিয়ন ও নারায়ণগঞ্জ রানার্সআপ এবং ব্যক্তিগত ইভেন্টে নারায়ণগঞ্জের ফারিয়া আক্তার চ্যাম্পিয়ন ও মানিকগঞ্জের জাফরিন আক্তার রানারআপ হন। হ্যান্ডবলের উপজেলা পর্যায়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ রানার্সআপ হয়। আঞ্চলিক পর্যায়ে ঢাকা চ্যাম্পিয়ন ও মানিকগঞ্জ রানার্সআপ। কাবাডির উপজেলা পর্যায়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা কলেজ রানার্সআপ এবং আঞ্চলিক পর্যায়ে নারায়ণগঞ্জ চ্যাম্পিয়ন ও ঢাকা রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং ক্রীড়া পরিষদের উপ-পরিচালক রশিদুজ্জামান সেরনিয়াবাত।
এ সময় ঢাকা  জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাহনুমা শারমিন ও মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ফারহাদ  জেসমিন লিটি উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর