× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গ্রিসের শীর্ষ লীগে খেলোয়াড়দের ওপর হামলা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার

রোববার গ্রিসের শীর্ষ লীগের একটি ম্যাচে খেলোয়াড়দের ওপর হামলার ঘটনা ঘটে। চিরপ্রতিদ্বন্দ্বী পানাথিনাইকোসের মাঠে খেলতে গিয়েছিল অলিম্পিয়াকোস। কিন্তু ‘অ্যাথেন্স ডার্বি’ শুরুর মিনিট চারেক পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পানাথিনাইকোসের সমর্থকরা ডাগ আউটে থাকা অলিম্পিয়াকোসের খেলোয়াড়দের ওপর চড়াও হয়। এই কারণে প্রায় আট মিনিট বন্ধ থাকে খেলা। পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলে পুনরায় খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেন জার্মান রেফারি মার্কো ফ্রিটজ। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ৫৩তম মিনিটে অলিম্পিয়াকোস গোল করার পর মাঠের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় পানাথিনাইকোস সমর্থকদের।
মাঠের ভেতর ব্যানারে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আর ৭০তম মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।
ঘরের মাঠের দর্শকদের সামলাতে ব্যর্থ হওয়ায় শাস্তির মুখে পড়তে যাচ্ছে পানাথিনাইকোস। জরিমানার সঙ্গে পয়েন্ট কেটে নেয়া হতে পারে তাদের। অপরদিকে, আক্রান্ত অলিম্পিয়াকোসকে বিজয়ী ঘোষণা করা হয় ম্যাচটিতে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর