× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অপেক্ষা বাড়লো ফেদেরারের শিরোপা টিয়েমের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার

এককভাবে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটা এবারও গড়া হলো না রজার ফেদেরারের। শনিবার ফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক টিয়েমের কাছে পরাজিত হন তিনি। পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরারকে ৩-৬, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স শিরোপা জেতেন টিয়েম।
২০১৮ সালের সেপ্টেম্বরের পর এটি টিয়েমের প্রথম এটিপি শিরোপা। ইন্ডিয়ান ওয়েলস জয়ের সুবাদে অস্ট্রিয়ান তারকা উঠে এলেন র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে। ফাইনালের পর টিয়েম বলেন, ‘গত দশদিনে যা ঘটলো, সত্যিই অভাবনীয়। আমি বাজে ফর্ম নিয়ে টুর্নামেন্টে এসেছিলাম। আর এখন চ্যাম্পিয়ন!’
সার্বিয়ান গ্রেট নোভাক জকোভিচের সঙ্গে ইন্ডিয়ান ওয়েলসের সর্বোচ্চ ৫টি শিরোপা জয়ের রেকর্ডটা ২০১৭ সাল থেকে ভাগাভাগি করছেন ফেদেরার। গত বছরই তার সুযোগ ছিল জোকোভিচকে ছাড়িয়ে যাওয়ার।
সেবার ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছে পরাজিত হওয়ায় অপেক্ষা বাড়ে তার। এবার ডমিনিক টিয়েমের বিপক্ষে ফাইনালে প্রথম সেট জিতে এগিয়ে গিয়েও হলো না। ২০ গ্র্যান্ড স্লামের মালিক ম্যাচে ৩২টি ভুল (আনফোর্স এরর) করেন। ১১ ব্রেক পয়েন্টের সুযোগ পেয়ে সফল হন মাত্রই ২ বার। প্রথম সার্ভিসে ৭১ শতাংশ পয়েন্ট জিতলেও দ্বিতীয় সার্ভিসে মাত্র ৫২ শতাংশ পয়েন্ট জেতেন ফেদেরার। অপরদিকে, টিয়েম প্রথম সার্ভিসে ৭৩ ও দ্বিতীয় সার্ভিসে ৭৬ শতাংশ পয়েন্ট জেতেন। ফেদেরারের চেয়ে টিয়েমের ৭টি আনফোর্স এরর কম হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর