× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

খেলতে খেলতেই অজ্ঞান নাপোলি গোলরক্ষক

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার

খেলতে খেলতেই মাঠে জ্ঞান হারিয়ে ফেললেন নাপোলির কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনা। ঘটনাটি ঘটেছে রোববার ইতালিয়ান সিরি আ ফুটবল লীগে উদিনেসের বিপক্ষে ম্যাচে। অজ্ঞান অবস্থাতেই ওসপিনাকে হাসপাতালে নেয়া হয়। তবে জটিল কিছু ঘটেনি বলে নিশ্চিত করেছে নাপোলি।
উদিনেসের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের উইঙ্গার ইনাসিও পুসেত্তোর সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান আর্সেনাল থেকে ধারে নাপোলিতে খেলতে যাওয়া ওসপিনা। কপাল কেটে রক্ত পড়তে থাকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্য পুনরায় গোলপোস্টের নিচে দাঁড়ান তিনি। কিন্তু ওসপিনার শরীরী ভাষায় কিছু একটা গড়বড় মনে হচ্ছিল। ৩০ থেকে ৩৬- এই ছয় মিনিটে দুই গোল হজম করে বসেন ওসপিনা।
তাতে নাপোলির বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে সমতায় ফেরে উদিনেস। এরপর ৪৪তম মিনিটে মাঠে হঠাৎ মূর্ছা যান ওসপিনা। প্রথমে খেয়ালই করেনি কেউ। পরে একজন দেখতে পেয়ে স্ট্রেচার আনতে বলেন। স্ট্রেচারে করে দ্রুত মাঠের বাইরে নেয়া হয় কলম্বিয়ার বিশ্বকাপ তারকা ওসপিনাকে। আর বদলি গোলরক্ষক হিসেবে নামেন আলেক্স মেরেট। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় ওসপিনাকে। দ্বিতীয়ার্ধে আর্কাদিউস মিলিক ও দ্রিস মার্টেন্সের গোলে ম্যাচটিতে শেষ পর্যন্ত ৪-২ গোলে জেতে নাপোলি।
গতকাল নাপোলি ক্লাব জানায়, আঘাতের কারণে মস্তিষ্কে এক ধরনের ইনজুরি হয় তার, যা ‘কনকাশন’ নামে পরিচিত। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে এমন অভিজ্ঞতা হয়েছিল লিভারপুল গোলরক্ষক লরিস ক্যারিয়াসেরও। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের কনুইয়ের আঘাত পাওয়ার পর হাস্যকর ভুলে দু’টি গোল হজম করেন ক্যারিয়াস। কনকাশন হলে মনোযোগ ধরে রাখা যায় না। কনকাশন হওয়া ব্যক্তির জ্ঞানও চলে যেতে পারে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর